বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপে পাওয়া গেল ঘানার ফুটবল তারকার লাশ

স্পোর্টস ডেস্ক

১৭:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

৪১৭

তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপে পাওয়া গেল ঘানার ফুটবল তারকার লাশ

তুরস্কে ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ হওয়া ঘানা ও চেলসির সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম শনিবার (১৮ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করে। খবর বেন স্পোর্টস ও নিউজ স্ট্রেট টাইমস।

গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। ওই ঘটনার উভয় দেশে কমপক্ষে ৪৩ হাজার মানুষ মারা গেছেন। ভূমিকম্পে অন্যানদের সঙ্গে নিখোঁজ হন তুর্কি সুপার লিগের ক্লাব হাতাইস্পোরে মিডফিল্ডার আতসু।

ভূমিকম্পের একদিন পর তাকে উদ্ধার করা হয়েছে বলে গুঞ্জন উঠে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ঘানার রাষ্ট্রদূতসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানায়  ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আতসুকে। তবে শেষ পর্যন্ত সংবাদটি মিথ্যা প্রমাণ হয়।

আতসুর ম্যানেজার মুরাত উজুনমেহমেত শনিবার বার্তা সংস্থা ডিএইচএ’কে বলেন, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে ধ্বংসস্তূপের নিচে তার মৃতদেহ পাওয়া গেছে।

মুরাত আরও বলেন, আমরা তার প্রাণহীন দেহে পৌঁছেছি। তার জিনিসপত্র এখন সরানো হচ্ছে। তার ফোনও পাওয়া গেছে।

আরও পড়ুন : ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটারের সঙ্গে হাত মেলায়নি স্কটল্যান্ড দল

উল্লেখ্য, ২০১৭ সালে নিউক্যাসলে যোগ দেয়ার আগে আতসু চেলসিতে চারটি মৌসুম কাটিয়েছেন। গত সেপ্টেম্বরে তুর্কি সুপার লিগ দল হাতাইস্পোরে যোগ দেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank