বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদত্যাগ করলেন ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা

স্পোর্টস ডেস্ক

২০:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

৫০২

পদত্যাগ করলেন ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা

একটি টেলিভিশনে বেফাঁস মন্তব্য করে ফেঁসে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করলেন চেতন শর্মা। এএনআই-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, চেতনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

ভারত জাতীয় দল নিয়ে নানা ধরনের মন্তব্য করেন চেতন। এরমধ্যে ছিলো ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর মধ্যে সমস্যা, জসপ্রিত বুমরাহর ইনজুরি। চেতনের সেসব মন্তব্য গোপনে ভিডিও করা হয়। ঐ ভিডিও গত ১৪ ফেব্রুয়ারি ভারতীয় নিউজ চ্যানেলে প্রকাশ হয়।
 
বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সিনিয়র সূত্র জানিয়েছে, ‘হ্যাঁ, বিসিসিআই সচিব জয় শাহ’র কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চেতন এবং তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। স্টিং অপারেশনের পর চেতনের অবস্থান নড়বড়ে হয়ে পড়ে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank