বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অবশেষে খালেদ মাহমুদের জরিমানা

স্পোর্টস ডেস্ক

১৫:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

৫২৬

অবশেষে খালেদ মাহমুদের জরিমানা

ফাইল ছবি
ফাইল ছবি

অবশেষে শাস্তির ঘোষণা এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে। যদিও তিনি শাস্তিটা পাচ্ছেন খুলনা টাইগার্সের কোচ হিসেবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ধূমপানের শাস্তি দেওয়া হলো বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে।

ক্রিকেটের চেতনাবিরোধী কাজ করায় ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় তাকে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। এ ছাড়া আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানার মুখে পড়েছেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার শেখ মেহেদি হাসান, উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

শুক্রবার নবম আসরের শেষ দিন ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারায় খুলনা। ম্যাচের শেষ ওভারে টিভিতে স্পষ্ট দেখা যায়, ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে ধূমপান করছেন খালেদ মাহমুদ। দ্রুত তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিসিবি আচরণবিধির লেভেল-১-এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে খালেদ মাহমুদের বিরুদ্ধে। আম্পায়ারদের অভিযোগের পর শাস্তির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। অপরাধ স্বীকার করে নেন খুলনার অধিনায়ক। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এদিকে রোববার এলিমিনেটর ম্যাচে বরিশালের বিপক্ষে শেষ ওভারে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে ফাইনালের ওঠার লড়াইয়ে টিকিয়ে রাখেন শেখ মেহেদি। তবে জয় উদযাপন করতে গিয়ে ব্যাট দিয়ে নিজের হেলমেটেই আঘাত করেন তিনি। দেখে মনে হচ্ছিল, হেলমেট ছুড়ে মেরেছেন এই অলরাউন্ডার।

ম্যাচ শেষে বিসিবির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এই ঘটনায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তার। পাশাপাশি তার নামের সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank