বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাকিব-ব্রাভোদের সঙ্গী হলেন ওয়াহাব

স্পোর্টস ডেস্ক

১৩:২৮, ২১ জানুয়ারি ২০২৩

৪৭৬

সাকিব-ব্রাভোদের সঙ্গী হলেন ওয়াহাব

বিশ্বের ষষ্ঠ ও পাকিস্তানের প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্রিকেটে ৪শ উইকেটের মালিক হলেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ।

শুক্রবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের মাটিতে বিপিএলের ১৯তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ ওভার বল করে ৩৬ রানে ৪ শিকারে সংক্ষিপ্ত ভার্সনে ৪শ   উইকেট শিকারি ক্লাবের সদস্য হলেন ওয়াহাব।

পাকিস্তানি পেসারের আগে ৪শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও সুনীল নারাইন, আফগানিস্তানের রশিদ খান, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও বাংলাদেশের সাকিব আল হাসান।

৩৩৫ ম্যাচের ৩৩১ ইনিংসে এখন ৪০১ উইকেট আছে ওয়াহাবের। টি-টোয়েন্টিতে পাঁচবার ৪ উইকেট ও তিনবার ৩ উইকেট করে নেন তিনি। এর মধ্যে দেশের হয়ে ৩৬ টি-টোয়েন্টিতে ৩৪ উইকেট রয়েছে এই বাঁ-হাতি পেসারের।

টি-টোয়েন্টিতে উইকেট শিকারের তালিকায় সবার উপরে ব্রাভো। ৫৫৬ ম্যাচে ৬১৪ উইকেট শিকার করেছেন তিনি। এরপরই রশিদ ৩৬৯ ম্যাচে ৪৯৬ উইকেট, নারাইন ৪৩৫ ম্যাচে ৪৭৪ উইকেট, ইমরান ৩৭৩ ম্যাচে ৪৬৬ উইকেট ও সাকিব ৩৮৮ ম্যাচে ৪৩৬ উইকেট নিয়েছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank