শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেসির গোলে জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক

১০:৪৫, ১২ জানুয়ারি ২০২৩

৪৭৮

মেসির গোলে জিতল পিএসজি

বছরের শুরুতেই লিগ ওয়ানে হার দিয়ে নিজেদের যাত্রার সূচনা করে ফরাসি চ্যাম্পিয়নরা। দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর পর নিজ দেশে উদযাপন শেষে পার্ক দেস প্রিন্সেসে ফিরেছেন ক্ষুদে জাদুকর। বিশ্বকাপ জয়ের পর গত সপ্তাহে ফ্রান্সে পৌঁছায় লিওনেল মেসি। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেই প্যারিস সেইন্ট জার্মেইকে জয়ের ধারায় ফিরিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন লা পুলগা। ঘরের মাঠে অজের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পিএসজি।

ম্যাচের শুরুটা হয় প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলেকে এক মিনিট সম্মান জানিয়ে। সেখানেও সবার নজরে ছিলেন আর্জেন্টাইন তারকা মেসি। পেলের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি ‘অমর পেলে’ লেখা সাদা টি-শার্ট পরে ছিলেন। একই টি-শার্ট পরেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রও।  

প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। আর্জেন্টাইন তারকার কাছ থেকে বল পেয়ে মুকিয়েলের অ্যাসিস্টে অজের জাল খুঁজে নেন হুগো একিতিকে। লিড পেয়ে আরো আক্রমণাত্মক হয়ে উঠে পিএসজি।

ম্যাচের ২৪তম ও ৩৩ মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তবে সে যাত্রায় সফরকারীদের ঢাল হয়ে দাঁড়ায় গোলরক্ষক পল বারনারধোনি। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের ফেরার চেষ্টায় থাকে প্যারিক কাপেলের দল। তবে নেইমারদের ঘুচানো ফুটবলের কাছে তারা পেরে উঠেনি। উল্টো ম্যাচের ৭২ মিনিটে পিএসজির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। শুরুতে লাইন্সম্যান অফসাইড দেন। তবে ভিএআরের সহায়তা নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি। চলতি আসরে লিগে মেসির অষ্টম গোল এটি।

এই জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষ দল পিএসজি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank