শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপ জয়ী মেসি ও আলভারেজকে অভিবাদন জানালেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

২৩:৩৮, ২২ ডিসেম্বর ২০২২

৪৪৯

বিশ্বকাপ জয়ী মেসি ও আলভারেজকে অভিবাদন জানালেন গার্দিওলা

বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য আর্জেন্টাইন  ফুটবল তারকা লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজকে অভিবাদন জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সিটি স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ ছিলেন ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করা আর্জেন্টিনা দলের আক্রমনভাগের কেন্দ্রবিন্ধুতে। গত রোববার কাতারে অনুষ্ঠিত নাটকীয় ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। ওই টুর্নামেন্টে দ্যুতি ছড়ানো লিওনেল মেসিও বার্সেলোনায় গার্দিওলার শিষ্য ছিলেন।

সিটির সাবেক ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও আর্জেন্টিনার শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। গার্দিওলা বুধবার বলেন,‘ জুলিয়ানের জন্য আমরা দারুন আনন্দিত। সে দারুন খেলেছে। দলের জন্য তার অবদান ছিল দুর্দান্ত। আমরা আমাদের দলে একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পেয়েছি। তাকে পেয়ে আমরা খুবই খুশি। তাকে অভিনন্দন জানাচ্ছি, সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি নিকো ওটামেন্ডি ও অবশ্যই লিও মেসিকেও। দেশ হিসেবে আর্জেন্টিনাকেও অভিনন্দন জানাচ্ছি কারণ তারা এই শিরোপার দাবীদার ছিল।’

পারফর্মেন্স দিয়ে মেসি ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন। অবশ্য বার্সেলোনায় নিজের অধীনে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী মেসির নতুন করে গার্দিওলাকে যোগ্যতার প্রমান দেয়ার প্রয়োজন নেই।

সিটি কোচ বলেন,‘প্রত্যেকের নিজস্ব মতমত রয়েছে, তবে কারো সন্দেহ ছিলনা মেসির শিরোপা জয়ের বিষয়ে। আমি অনেকবারই বলেছি, আমার কাছে সে-ই সেরা। একজন খেলোয়াড় এসে ১০ থেকে ১৫ বছরের মধ্যে যা করেছে তা বুঝানো কঠিন। 

যারা পেলে, ডি স্টেফানো বা ম্যারাডোনার খেলা দেখেছেন, তারা তাদের পছন্দের কথা বলতেই পারেন। ওই মতামতে তাদের আবেগ জড়িত থাকতে পারে। তবে মেসি যদি বিশ্বকাপ জয় করতে নাও পারতো, তাহলেও বিশ্ব ফুটবলের জন্য সে যা করেছে সেটি নিয়ে আমার মতামত বদলাতো না। তবে মানুষ জয়ের উপর নির্ভর করে, এটিই তাদের স্বাভাবিক অভ্যাস। তার (মেসি) জন্য এটি হচ্ছে অসাধারণ ক্যারিয়ারের চুড়ান্ত অর্জন।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank