বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জয়ের জন্য দুই দিনে বাংলাদেশের প্রয়োজন ৪৭১ রান 

স্পোর্টস ডেস্ক

১৭:২০, ১৬ ডিসেম্বর ২০২২

৪৬২

জয়ের জন্য দুই দিনে বাংলাদেশের প্রয়োজন ৪৭১ রান 

প্রথম টেস্টে বাংলাদেশকে ৫১৩ রানের বিশাল টার্গেট দিয়েছে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৪০৪ রানে অল আউট হয় ভারত। ৪০৪ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল আউট হয়। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ২৫৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। পূজারা ও শিবমন গিলের সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে ভারত। ফলে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৫১৩ রান। দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

তৃতীয় দিনের শুরুতে ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার এবাদত হোসেন ও মেহেদী মিরাজ। মাত্র ১৭ রান যোগ করে আউট হন তারা। মিরাজ ৮২ বলে ২৫ ও এবাদত ৩৭ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান। ২৫৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে ভারত। লোকেশ রাহুল ও শিবমন গিল মিলে উদ্বোধনী জুটিতে তোলে ৭০ রান। ৬২ বলে ২৩ রান করে আউট হন রাহুল।

এরপর ক্রিজে আসেন পূজারা। গিল ও পূজারা মিলে দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ১১৩ রান। এর মাঝে নিজের সেঞ্চুরির দেখা পান শিবমন গিল। দলীয় ১৮৩ রানে ১৫২ বলে ১১০ করে আউট হন গিল। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। পূজারাকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে আরও ৭৫ রান যোগ করেন কোহলি। পূজারা দেখা পান নিজের শতকের। দলীয় ২৫৮ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

পূজারা ১৩০ বলে ১০২ ও কোহলি ২৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। সেইসঙ্গে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৩ রান। দিনের শেষ ১২ ওভারের জন্য ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে কোন উইকেট না হারিয়ে ৪২ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ।

নাজমুল শান্ত ৪২ বলে ২৫ ও জাকির হোসেন ৩০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য বাংলাদেশর প্রয়োজন ৪৭১ রান। অন্যদিকে জয়ের জন্য ১০ উইকেট প্রয়োজন ভারতের। এখনও খেলা বাকী দুই দিনের।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank