শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের বিতর্কিত রেফারিকে শাস্তি

স্পোর্টস ডেস্ক

১৬:২৭, ১২ ডিসেম্বর ২০২২

৫৩৬

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের বিতর্কিত রেফারিকে শাস্তি

বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিতর্কিত রেফারিংয়ের কারণে মাতেও লাহোজকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করা থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচে সব মিলিয়ে ১৯টি কার্ড দেখিয়েছে রেফারি। শুধু মাঠের খেলোয়ার নয়, কার্ড দেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আর সাপোর্ট স্টাফ ওয়াল্টার স্যামুয়েল। মাঠে নামার আগে বেঞ্চে বসেই কার্ড দেখেছেন জোড়া গোল করে নেদার‍ল্যান্ডকে ম্যাচ ফেরানোর নায়ক ভাউট ভের্গহর্স্টকে।  

ম্যাচ শেষে লিওনেল মেসি বলেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সবসময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও রেফারিরেক নিয়ে অভিযোগ তুলে বলেন, ‘তিনি এই বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই রাগী। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’

নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচশেষে আর্জেন্টিনার ফুটবলার ফেডারেশনের পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করা হয় ফিফার কাছে। এরপরই ফিফার শৃঙ্খলা কমিটির বৈঠকে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো থেকে মাতেও লাহোজকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank