বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড়ে ভারত

স্পোর্টস ডেস্ক

১৬:৪০, ১০ ডিসেম্বর ২০২২

৪০৪

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড়ে ভারত

ইশান কিশানের ডাবল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রান করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় রান ভারতের। কিশান ২১০ ও কোহলি ১১৩ রান করেন। প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও টস জিতে  আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

শিখর ধাওয়ানের সাথে ইনিংস শুরু করেন অধিনায়ক রোহিত শর্মার জায়গায় সিরিজে প্রথমবারের মত খেলার সুযোগ পাওয়া কিশান। পঞ্চম ওভারে নামের পাশে ৩ রান রেখে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের শিকার হন ধাওয়ান। ধাওয়ানের বিদায়ে উইকেটে আসেন বিরাট কোহলি। সপ্তম ওভারে মিরাজের বলে লিটন ক্যাচ ফেললে ১ রানে জীবন পান কোহলি।

ব্যাট হাতে ভারতের রানের চাকা সচল রাখেন কিশান। ৪৯ বল খেলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৭তম ওভারে ভারতের রান ১শ স্পর্শ করে। ২০তম ওভারে মিরাজের বলে  সাকিব ক্যাচ  মিস করলে  জীবন পান কিশান। মিড উইকেট থেকে দৌঁড়ে ওয়াইড লং অনে কঠিন ক্যাচটি তালুবন্দি করতে পারেননি সাকিব। তখন ৮৪ রানে ছিলেন কিশান।

২৪তম ওভারে  ৮৫ বলে ১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে  প্রথম সেঞ্চুরির দেখা পান কিশান। 

১০৩তম বলে দেড়শতে পা রাখেন কিশান। ১শ থেকে দেড়শতে পৌঁছাতে ১৮ বল খেলেছেন তিনি। ১২৬তম বলে ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন কিশান। পরের ৫০ রান করতে ২৩ বল খেলেন তিনি।

ভারতের চতুর্থ ক্রিকেটার ও ওয়ানডে ইতিহাসের নবম ডাবল-সেঞ্চুরি করলেন কিশান। এর আগে ভারতের হয়ে রোহিত শর্মা ৩টি, শচীন টেন্ডুলকার-বিরেন্দার শেবাগ ১টি করে ডাবল-সেঞ্চুরি করেন। অন্য তিনটি ডাবল-সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও পাকিস্তানের ফখর জামান।

দ্রুততম ডাবল-সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নামও তুলেন কিশান। ডাবল-সেঞ্চুরির পর ৩৬তম ওভারে বাংলাদেশের পেসার তাসকিনের বলে ব্যক্তিগত ২১০ রানে থামেন কিশান। ১৩১ বল খেলে ২৪টি চার ও ১০টি ছক্কায় নিজের নান্দনিক ইনিংসটি সাজান কিশান।

দ্বিতীয় উইকেটে কোহলির সাথে ১৯০ বলে ২৯০ রানের জুটি গড়েন কিশান। বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

৩৯তম ওভারে ছক্কা হাকিয়ে  ৮৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম সেঞ্চুরি করেন কোহলি।২০১৯ সালের আগস্টের পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন  ভারতীয় এ ব্যাটার।  

সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি কোহলি। সাকিবের বলে আউট হন তিনি। কোহলির ৯১ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

কিশান-কোহলির দুর্দান্ত ইনিংসের পর শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ২৭ বলে ৩৭ ও অক্ষর প্যাটেল ১৭ বলে ২০ রান করেন। এতে ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রানের পাহাড় গড়ে ভারত। ওয়ানডেতে ষষ্ঠবারের মত এবং বাংলাদেশের  বিপক্ষে প্রথম  ৪শ রান করলো ভারত। 

বল হাতে বাংলাদেশের তাসকিন ৮৯ রানে-এবাদত ৮০ ও সাকিব ৬৮ রানে ২টি করে উইকেট নেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank