শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডি পলকে নিয়েই কোয়ার্টার যুদ্ধে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

০০:২৫, ১০ ডিসেম্বর ২০২২

আপডেট: ০০:২৬, ১০ ডিসেম্বর ২০২২

৪২৮

ডি পলকে নিয়েই কোয়ার্টার যুদ্ধে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মাঠে নামবে দু'দল। নক আউট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ব্রাজিল। অন্যদিকে নক আউট পর্বে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে ডাচরা।

এই ম্যাচ জিতে সেমিফাইনালে পা রাখতে আত্নবিশ্বাসী দু'দল। এই ম্যাচে শুরুর একাদশে নেই ডি মারিয়া। অন্যদিকে ডি পলকে নিয়ে শঙ্কা থাকলেও তাকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এই ম্যাচে ৩-৫-২ ফরমেশন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। অন্যদিকে নেদারল্যান্ডও মাঠে নামছে ৩-৫-২ ফরমেশন নিয়ে।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, মার্কোস আকুনা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, নাহুয়েল মলিনা, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।

নেদারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু নোপার্ট (গোলরক্ষক), জুরিন টিম্বার, ভার্জিল ভ্যান ডাইক, নাথান একে, মেমফিস ডিপাই, মার্টিন ডি রুন, ড্যালি ব্লাইন্ড, ফ্রাঙ্কি ডি ইয়ং, ডেনজেল ডামফ্রিজ, স্টিভেন বার্গউইন, কোডি গ্যাকপো।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank