বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাকিব-এবাদতের তোপে ১৮৬ রানেই অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক

১৫:২৬, ৪ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৫:২৬, ৪ ডিসেম্বর ২০২২

৩৭৪

সাকিব-এবাদতের তোপে ১৮৬ রানেই অলআউট ভারত

দীর্ঘ দিন পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে রোহিত শর্মার দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়েছে টিম ইন্ডিয়া। পাওয়ার প্লেতে সাকিব আল হাসানের জোড়া উইকেট শিকারের পর লোকেশ রাহুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। এরপর নিয়মিত বিরতিতে দ্রুত উইকেট হারিয়ে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় ভারত। দেশসেরা অলরাউন্ডার সাকিব নেন ৫টি উইকেট।

ইনিংসের শুরুটা অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান করলেও প্রথম পাঁচ ওভারের ভেতর কোনো সফলতার দেখা পান নি। অপর প্রান্ত থেকে বল করেন পেসার হাসান মাহমুদ। দুই জনের কেউই যখন ভারতীয় ওপেনারদের পরাস্ত করতে পারছেন না ঠিক তখনই টাইগার অধিনায়ক মিরাজের উপর আস্থা রাখেন।

বাংলাদেশ অধিনায়কের টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত শুরুতেই সঠিক প্রমাণ করেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। এ ডানহাতি স্পিনারের ঘূর্ণিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। সাজঘরে ফেরার আগে ভারতের এই অভিজ্ঞ ব্যাটার ১৭ বলে ৭ রান করেন।

প্রথম উইকেটের পতনের পর ইনিংসের হাল ধরেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের জন্য বড় লক্ষ্যের ভীত গড়তে থাকেন এই দুই ব্যাটার। ব্যাটিং পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪৮ রান।

পাওয়ার প্লে শেষ হতেই লিটন তার দলের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানকে বোলিংয়ে নিয়ে আসেন। এসেই ভারতীয় ব্যাটিং লাইনআপ রীতিমত চুরমার করে দেন দেশ সেরা অল রাউন্ডার। নিজের প্রথম ওভারেই সাজঘরে ফেরান রোহিত শর্মা ও কোহলিকে। দলীয় ৪৯ রানে ৩ উইকেট হারানো ভারতকে পথ দেখান লোকেশ রাহুল।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank