বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক লিটন

স্পোর্টস ডেস্ক

২০:৪৯, ২ ডিসেম্বর ২০২২

৩৩৫

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক লিটন

সফরকারী ভারতের বিপক্ষে আসন্ন  তিন ম্যাচের ওয়ানডে সিরিজে  বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন ওপেনার লিটন দাস। কুচকির ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় লিটনকে অধিনায়ক করা হয়। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) ক্রিকেট অপরারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে একজন লিটন এবং নেতৃত্ব দেয়ার সকল গুনাবলী তার মধ্যে রয়েছে।’

তিনি আরো বলেন,‘তার মধ্যে ক্রিকেটীয়  দূর দৃষ্টি আছে এবং খেলাটি খুব ভালভাবে বুঝতে পারে। গুরুত্বপূর্ণ সিরিজের আগে তামিমকে হারানোটা অত্যন্ত হতাশাজনক। বিশেষ  করে তার নেতৃত্বে গত দুই বছরে দল বেশ ভাল ক্রিকেট খেলেছে এবং এই ফর্মেটে সে আমাদের দলের একজন ভাল খেলোয়াড়। আমরা তাকে মিস করবো। তবে আমরা  মনে করি অধিনায়ক হিসেবে লিটনের ভাল করার মতো সব গুণই আছে।

২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে  অভিষেক হওয়ার পর এ ফর্মেটে এ পর্যন্ত লিটন ৫৭ ওয়ানডেতে ১৮৩৫ রান করেছেন। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসটিও লিটনের। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংসটি খেলেছেন লিটন। 

আগামী ৪ এবং ৭ ডিসেম্বর  সিরিজর প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে শেরে- বাংলা স্টেডিয়ামে। ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে চট্টগ্রামের  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank