রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

০০:১১, ২৯ নভেম্বর ২০২২

৩৭৭

সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

কাতার বিশ্বকাপের নবম দিনের তৃতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল। ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমার জুনিয়রকে ছাড়া মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের শুরু থেকেই পিএসজি তারকার অভাব টের পায় সেলেসাও সমর্থকরা। একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেন নি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডরা। তবে দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে ক্যাসিমিরোর গোলে সুইসদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে তিতের দল। এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট পেয়েছে ব্রাজিল।

সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪ এ শুরু হয় ম্যাচটি। ১-০ গোলে সুইদের হারায় ব্রাজিল। অবশ্য জয়টি ২-০ গোলের হতে পারতো। ৬৪ মিনিটে গোল করেছিল ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ‘ভিএআর চেকে দেখা যায় গোলটি অফসাইডে ছিল।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জি গ্রুপের প্রথম দল ও চলমান বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। প্রথম দল হিসেবে নকআউট পর্বে যায় ফ্রান্স।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank