বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১৩:৪০, ১৩ নভেম্বর ২০২২

৪৩৮

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনালে আজ মাঠে নামছে ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড ও পাকিস্তান। লড়াইটা শুধু দুই দলেরই নয়, লড়াইটা ইউরোপ-এশিয়ারও। ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকলেও যথাসময়ে টস মাঠে গড়িয়েছে। মেলবোর্নে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে বৃষ্টি যেন অভিশাপ। তিনটি ম্যাচ বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচটিই মাঠে গড়াতে পারেনি। আসরের সেমিফাইনালে উঠতে না পারায় অজি সমর্থকেরা 'বৃষ্টি'কে কাঠগড়ায় দাড় করিয়েছিলেন। সব কিছুকে পেছনে রেখে আজ মেলবোর্নে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে। মেগা এই আসরের শিরোপার লড়াইয়ে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংলিশ অধিনায়ক টসে জিতেই আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাচে দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।

পাকিস্তান একাদশ

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, ইফতেখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ ও ওয়াসিম জুনিয়র।

ইংল্যান্ড একাদশ

জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, বেন স্টোকস, স্যাম কারান, ফিল সল্ট , ক্রিস ওকস, আদিল রশিদ, ক্রিস জর্ডান।  

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank