সাউথ আফ্রিকাকে হারালো ডাচরা, বাংলাদেশের সামনে সেমির সম্ভাবনা
সাউথ আফ্রিকাকে হারালো ডাচরা, বাংলাদেশের সামনে সেমির সম্ভাবনা
জিতলেই সেমিফাইনাল। হারলে বিদায়। এমন লড়াইয়ে সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩ রানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে যা অন্যতম বড় অঘটন।
সাউথ আফ্রিকার বিদায় সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ ও পাকিস্তানের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার জয়ী দল উঠেবে সেমিফাইনালে।
টস হেরে ব্যাট করে ৪ উইকেটে ১৫৮ রান তোলে নেদারল্যান্ডস। ওপেনিং জুটিতে ৫৮ রান তোলে তারা। মাইবার্গ ৩০ বলে ৩৭ রান করেন। অন্য ওপেনার ম্যাক্স ওডড ফেরেন ৩১ বলে ২৯ রান করে। তিনে নামা টপ কুপার ১৯ বলে ৩৫ রানের ঝকঝকে ইনিংস খেলে রানের গতি বাড়িয়ে নেন। তিনি দুটি করে চার ও ছক্কা তোলেন। দলের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন আসরে দারুণ ছন্দে থাকা কলিন আকারম্যান। তিনি তিনটি চার ও দুটি ছক্কা তোলেন।
জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুর ছয় ব্যাটার সেট হয়েও ম্যাচ জেতানোর মতো রান করত পারেননি। কুইন্টন ডি কক ১৩ বলে ১৩ রান করেন। অন্য ওপেনার বাভুমা করেন ২০ বলে ২০ রান। তিনে নামা রাইলি রুশো ১৯ বলে ২৫ রান করেন। দক্ষিণ আফ্রিকা ৬৪ রানে হারায় ৩ উইকেট।
নিয়মিত উইকেটের ওই পতন আর থামেনি। চারে নামা এইডেন মার্করাম ফিরে যান ১৩ বলে ১৭ রান করে। ডেভিড মিলার ১৭ বলে করেন ১৭ রান। হেনরিক ক্লাসেন ১৮ বলে ২১ রানের ইনিংস খেলেন। তাদের কেউ একজন ইনিংসটা আরেকটু বড় করতে পারলেই জয় নিয়ে গ্রুপের প্রথম দল হিসেবে সেমিতে যেত প্রোটিয়ারা। কিন্তু কেশব মহারাজের ১৩ রানে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের বেশি করতে পারেনি দলটি।
জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ৪৮ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। হাতে ছিল ছয় উইকেট। দল হিসেবে যা সহজেই পাড়ি দেওয়ার কথা প্রোটিয়াদের। কিন্তু ১৬তম ওভারে দুই উইকেট হারায় দলটি। ১৮তম ওভারে হারায় আরও এক উইকেট। ওই তিন ওভার থেকে নিতে পারে মাত্র ১২ রান। শেষ দুই ওভারে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৬। যা পারেনি প্রোটিয়ারা। ডাচদের হয়ে ব্রেন্ডন গ্লোভার ২ ওভারে ৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান