বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পথে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১৬:১৫, ৪ নভেম্বর ২০২২

৪২৮

আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পথে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ড। আজ সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৩৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এই জয়ে ৫ খেলা শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। 

৪ ম্যাচে ৫ করে পয়েন্ট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। শেষ রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ রয়েছে। তাদের ম্যাচের ফলাফলের পর এই গ্রুপের সেমিফাইনালিষ্ট নিশ্চিত হওয়া যাবে। টেবিলের শীর্ষে থাকার সাথে ২.১১৩ রান রেট নিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ১ জয়, ৩ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়াতে ৩ পয়েন্ট নিয়ে বিশ^কাপ শেষ করলো আয়ারল্যান্ড।  

অ্যাডিলেডে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। পাওয়ার-প্লেতে দলকে ঝড়ো শুরু এনে দেন নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেন। ৫ দশমিক ৪ ওভারে ৫২ রান পেয়ে যায় কিউইরা। পঞ্চম বলে থামতে হয় অ্যালেনকে। তবে আউট হওয়ার আগে ১৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩২ রান করেন অ্যালেন। 

অ্যালেন ফেরার পর নিউজিল্যান্ডের রানের গতি কমে যায়। ১০ ওভার পর্যন্ত মাত্র ১টি বাউন্ডারি পায় কিউইরা। ১১তম ওভারে ১৮ রান তুলেন ডেভন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসন। পরের ওভারে ৩৩ বলে ২৮ রান করা কনওয়েকে আউট হরেন লেগ-স্পিনার ডেলানি। দ্বিতীয় উইকেটে কনওয়ে-উইলিয়ামসন ৩৩ বলে ৪৪ যোগ করেন। 

উইকেট এসে দ্রুত রান তুলতে থাকেন এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরিয়ান গ্লেন ফিলিপস। তবে নিজের ইনিংসটা বড় করতে পারেননি তিনি। ২টি চার ১টি ছয় মারার পর ৯ বলে ১৭ রানে থামেন ফিলিপস। 

চতুর্থ উইকেটে আয়ারল্যান্ড বোলারদের উপর চড়াও হন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। ৩১ বলে ৬০ রানের মারমুখী জুটি গড়েন তারা। এই জুটিতে ৩২ বলে টি-টোয়েন্টিতে ১৬তম হাফ-সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। 

১৯তম ওভারে বল হাতে এবারের  আসরে দ্বিতীয় হ্যাটট্রিক করেন জশ লিটল। ওভারের দ্বিতীয় বলে উইলিয়ামসনকে, তৃতীয়  বলে নতুন ব্যাটার জেমি নিশামকে এবং চতুর্থ বলে মিচেল স্যান্টনারকে লেগ বিফোর আউট করে হ্যাট্টিক পূর্ণ করেন লিটল। 

এবারের বিশ^কাপে প্রথম হ্যাটট্রিক করেছিলেন  সংযুক্ত আরব আমিরাতের  স্পিনার কার্তিক মেইয়াপ্পন। প্রথম রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে হ্যাট্টিক করেছিলেন মেইয়াপ্পন। টি-টোয়েন্টি বিশ^কাপ ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে হ্যাট্টিক করেন লিটল।
 
লিটলের হ্যাট্টিকের পরও উইলিয়ামসনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারের ৬ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬১ রান করেন উইলিয়ামসন। আয়ারল্যান্ডের লিটল ২২ রানে ৩ উইকেট নেন। 

১৮৬ রানের টার্গেটে দারুন ছিলো আয়ারল্যান্ডের। ৮ ওভারে দলকে ৬৮ রান এনে দেন  দুই ওপেনার পল স্ট্রার্লিং ও অধিনায়ক এন্ডি বলবির্নি। নবম ওভারে বলবির্নিকে শিকার করে আয়ারল্যান্ডের উদ্বোধনী ভাঙ্গেন স্পিনার স্যান্টনার। ২৫ বলে ৩০ রান করেন বলবির্নি। পরের ওভারে স্ট্রার্লিংকে বিদায় দেন আরেক স্পিনার ইশ সোধি। ২৭ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন স্ট্রার্লিং। 

দুই ওপেনারের দুর্দান্ত শুরু আয়ারল্যান্ডের পরের দিকে ব্যাটাররা ধরে রাখতে পারেনি। ১০২ রানে পঞ্চম উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে আইরিশরা।
শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় আর লড়াইয়ে ফিরতে পারেনি আয়ারল্যান্ড। ২০ ওভারে ৯ উইকেটে ১৫০ রান করে ম্যাচ হারতে হয় আইরিশদের। নিউজিল্যান্ডের লুক ফার্গুসন ৩টি, সাউদি-স্যান্টনার-সোধি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন উইলিয়ামসন। 

২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারী হন সাউদি। সাউদির পাশে থাকা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল এখন তালিকার দ্বিতীয় স্থানে। সাউদির আছে ১২৯ উইকেট। সাকিবের ১২৭ উইকেট। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank