বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের আইকন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

১৯:০৪, ১৯ অক্টোবর ২০২২

৩৭৫

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের আইকন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নতুন দল সিলেট স্ট্রাইকার্সের আইকন হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ স্থানীয় একটি হোটেলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে সিলেট দলের লোগো উন্মোচন করা হয়। এছাড়াও কোচিং স্টাফসহ চার বিদেশি ক্রিকেটারের নামও ঘোষণা করে সিলেট দল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের আইকন ক্রিকেটার মাশরাফি ও সিলেটের মালিকানাধীন প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টসের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী। আগামী তিন মৌসুমের জন্য সিলেট স্ট্রাইকার্সের মালিকানা পেয়েছে ফিউচার স্পোর্টস।

বিদেশীদের মধ্যে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির, শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরা-ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা এবং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে সরাসরি দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

লোগো উন্মোচন অনুষ্ঠানে রাজিন সালেহকে সহকারী কোচ এবং নাজমুল ইসলামকে ব্যাটিং কোচ, সৈয়দ রাসেলকে পেস বোলিং কোচ, ডলার মাহমুদ ও রাসেল আহমেদকে ফিল্ডিং কোচ, মুরাদ খানকে স্পিন বোলিং কোচ, ইয়াকুব চৌধুরীকে প্রশিক্ষক হিসেবে ঘোষণা করে সিলেট।

ফিজিও হিসেবে জহুরুল হক উজ্জল, লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজী মাসুক আল বারী এবং মিডিয়া অ্যান্ড কমার্শিয়াল ম্যানেজার হিসেবে মিনহাজ উদ্দিন খান থাকবেন। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank