বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এশিয়ার সেরা শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল নামিবিয়া

স্পোর্টস ডেস্ক

১৪:০০, ১৬ অক্টোবর ২০২২

৪৩১

এশিয়ার সেরা শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল নামিবিয়া

টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্ধোধনী ম্যাচে অঘটন দেখলো ক্রিকেট বিশ্ব। শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করলো নামিবিয়া।

দিনের শুরুতে সকাল ১০ টায় মাঠে নামে এই দুই দল। অস্ট্রেলিয়ার সিমন্ডস স্টেডিয়ামে টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক ধাসুন সানাকা।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় তারা। ৩ রান করে সাজঘরে ফেরেন ভ্যান লিঙ্গেন। এতে বিশ্বকাপের প্রথম উইকেটটি তুলে নেন শ্রীলঙ্কান পেসার ধুশমানথা চামিরা। পাওয়ার-প্লেতে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ৪৩ রান।

তৃতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন স্টিফেন বার্ড ও গেরহার্ড এরাসমাস। দুইজনের পার্টনারশিপ থেকে আসে ৪১ রান। ব্যাক্তিগত ২০ রানে হাসারাঙ্গার বলে ক্যাচ তুলে মাঠ ছাড়েন এরাসমাস।

তবে ইনিংস শেষে জোহানেস স্মিটের ঝড়ো ১৬ বলে ৩১ ও ইয়ান ফ্রাইলিংকের ২৮ বলে ৪৪ রানে ভর করে সম্মানজনক স্কোর দাঁড় করায় নামিবিয়া। ৭ উইকেটে তাদের স্কোরবোর্ডে দাড়ায় ১৬৩ রান।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন প্রামোদ মধুশন।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা। দলীয় ১২ রানে কুশল মেন্ডিসের উইকেট হারায় লঙ্কানরা। দলীয় ৪০ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট।

এরপর অধিনায়ক ধাসুন সানাকা ও ভানুকা রাজাপাকসে মিলে করেন ৩৪ রানের পার্টনারশিপ। তবে শেষ রক্ষা হয় নি শ্রীলংকানদের। নামিবিয়ানদের বোলিং তোপে ১৯ ওভারে ১০৮ রানে থামে লঙ্কানদের ইনিংস।

নামিবিয়ার হয়ে দুইটি করে উইকেট নেন ডেভিড ওয়াইজ, বার্নার্ড স্কলটজ ও বেন শিকোঙ্গো।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank