রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এমিরেটস এয়ারলাইনের সাথে চুক্তি নবায়ন করলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

১৭:৩০, ১৫ অক্টোবর ২০২২

৩৯৭

এমিরেটস এয়ারলাইনের সাথে চুক্তি নবায়ন করলো রিয়াল মাদ্রিদ

এমিরেটস এয়ারলাইনের সাথে ২০২৬ সাল পর্যন্ত স্পন্সরশীপ চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

যদিও ক্লাব ও স্পন্সর কোন পক্ষই চুক্তির বিস্তারিত কোন কিছু প্রকাশ করেনি। স্প্যানিশ দৈনিক মার্কার রিপোর্টের সূত্রমতে জানা গেছে প্রতি বছর এই চুক্তির পরিমান প্রায় ৭০ মিলিয়ন ইউরো। এর সাথে অতিরিক্ত আরো কিছু বিষয় সংযুক্ত রয়েছে। 

২০১৩ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের পতাকা বহনকারী এই এয়ালাইনের লোগো সম্বলিত জার্সি পড়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে নামে। ২০১১ সালে প্রথমবারের মত রিয়াল মাদ্রিদের গ্লোবাল স্পন্সর হিসেবে এমিরেটস কাজ শুরু করে। এরপর থেকে স্প্যানিশ ক্লাব সব মিলিয়ে ২২টি শিরোপা জয় করেছে। এর মধ্য রয়েছে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কাপ। 

বিশে^র সব শীর্ষ ক্লাবগুলোর জার্সিতে স্পন্সরের জন্য সব বড় প্রতিষ্ঠানই মুখিয়ে থাকে। এর মাধ্যমে ঐ প্রতিষ্ঠানের লোগো বিশ^জুড়ে মিলিয়ন সমর্থকদের আকর্ষনে পরিনত হয়। গত মৌসুমে অনলাইন বিক্রেতা আমাজনের মাধ্যমে রিয়াল মাদ্রিদ জার্সি বিক্রি বাবদ ৩.৩ মিলিয়ন ইউরো আয় করেছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank