বৃষ্টির বাগড়ায় সেমিফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের
বৃষ্টির বাগড়ায় সেমিফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের
নারী এশিয়া কাপের সেমিফাইনালে নিশ্চিত করার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের জন্য। তবে জয় তো দূরের কথা, মাঠেই নামতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। প্রচন্ড বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের সেমিফাইলানে ওঠার স্বপ্ন।
গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অপ্রত্যাশিত হারে সেমিফাইনালে ওঠার পথ নিজেরাই কঠিন করে তুলেছিল বাংলাদেশ। তবে অন্য ম্যাচে থাইল্যান্ডের মেয়েরা ভারতের কাছে হারায় সেমির আশা তখনও বেঁচে ছিল জ্যোতির দলের।
মঙ্গলবার (১১ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই রান রেটে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত হতো স্বাগতিকদের। শক্তিমত্তার বিচারে এ ম্যাচে বাংলাদেশের জয়টাই স্বাভাবিক ছিল।
কিন্তু জ্যোতিদের সেমি ফাইনালে ওঠার পথে বাধা হয়ে দাড়ালো বেরসিক বৃষ্টি। আয়োজক শহর সিলেটে ম্যাচের আগের দিন রাতে বৃষ্টি হয়েছে। ম্যাচের দিনও পূর্ভাবাস ছিল বৃষ্টি হওয়ার। আর সেই বৃষ্টির পরিমাণ এত বেশি যে টস করার জন্যও মাঠে নামতে পারেননি অধিনায়ক ও ম্যাচ রেফারি।
এরপর দুই ঘণ্টা অপেক্ষা করা হয়েছে ম্যাচটি মাঠে গড়ানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত বৈরি আবহওয়ায় কোনোভাবেই ম্যাচটি আয়োজন করা যায়নি। স্থানীয় সময় ১০টা ৪০ মিনিটে শেষবারের মতো মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। আর তখনই ম্যাচটি বাতিল বলে ঘোষণা হয়।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতকে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। এক পয়েন্ট আসার পর বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় পাঁচ! অন্যদিকে থাই মেয়েদের পয়েন্ট ছয়। ফলে জ্যোতির দলের সেমিফাইনাল খেলার স্বপ্ন সেখানেই ভেঙে যায়।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ঘরের মাঠে এবারের আসর খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি জ্যোতি দল। ছয় ম্যাচের পাঁচটিতে মাঠে নেমে জয় পেয়েছে মাত্র দুইটিতে। পাঁচ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে পাঁচ নম্বর হয়ে আসর শেষ করলো টাইগ্রেসরা।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান