বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কিউইদের সামনে বাংলাদেশের মামুলি লক্ষ্য

স্পোর্টস ডেস্ক

১৪:১৬, ৯ অক্টোবর ২০২২

৪৪৭

কিউইদের সামনে বাংলাদেশের মামুলি লক্ষ্য

ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য পথ নেই টাইগারদের সামনে। জয়ের বিকল্প না থাকা এই ম্যাচে কিউইদের সামনে ১৩৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে ধাক্কা খেলেও সেটি সামলে ওঠার আভাসও পাওয়া যাচ্ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় আবার সেই পুরোনো চিত্র। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৩৭ রান।   

আজকের ম্যাচে বাংলাদেশেরে একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এছারাও আরও দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

সাব্বির রহমানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তার সাথে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নেমে আজও ব্যর্থ আরেক মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজ। মাত্র ১২ রানেই মিরাজ ফিরে গেলে অবশ্য শান্ত আর তিনে নামা লিটন দাস মিলে হাল টাইগার ব্যাটিংয়ের হাল ধরেছিলেন ভালোভাবেই। 


দুজন মিলে গড়েন ৪১ রানের জুটি। শান্ত খেলতে থাকেন কিউই বোলারদের ওপর চড়াও হয়েই। হঠাৎ করেই ছন্দপতন। ব্রেসওয়েলের বলে তার হাতেই ফিরতি ক্যাচ দিয়ে দলীয় ৫৩ রানে ফিরে যান লিটন। 

সঙ্গীকে হারানোর পর আর টিকতে পারেননি শান্ত। ইস সোধির করা ইনিংসের ৯ম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেন শান্ত। ইশা সোধি ছিলেন বোলার। মার্ক চ্যাপম্যানের হাতে ধরা পড়ার আগে করেন ২৯ বলে ৩৩ রান।

এরপর মোসাদ্দেক আর ইয়াসির আলীও ফিরেছেন দলকে হতাশায় ডুবিয়ে। ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আশা জাগিয়েও আবারও সেই ভরাডুবির শঙ্কা টাইগার ইনিংসে।

এরপর দলকে বড় সংগ্রহ এনে দিতে ক্রিজে লড়াই চালিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান আর আফিফ হোসেন। তবে ব্যর্থ তারাও। দুজনের জুটিতে ২৪ রান আসার পর ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে দলীয় ১০২ রানে ফিরে যান আফিফ। ফেরার আগে করেন ২৬ বলে ২৪ রান। 

দলে ফিরেও আজ দলকে টেনে নিতে পারেননি অধিনায়ক সাকিবও। ১৬ বলে ১৬ রান করেই টিম সাউদির বলে মার্টিন গাপটিলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগার কাপ্তান।

শেষের দিকে নুরুল হাসান চেষ্টা করেছেন যথাসম্ভব রান বাড়ানোর জন্য। তার ১২ বলে ২৫ রানের ঝড়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, জেমস নিশাম আর ইস সোধি প্রত্যকে নিয়েছেন ২টি করে উইকেট। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank