বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে ভারত

স্পোর্টস ডেস্ক

১৭:২৩, ৮ অক্টোবর ২০২২

আপডেট: ১৭:২৩, ৮ অক্টোবর ২০২২

২৭৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে ভারত

প্রথম ওয়ানডেতে সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে স্বাগতিক ভারত। সিরিজে টিকে থাকতে হলে, দ্বিতীয় ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। তাই জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকাও।

রাঁচিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।  

দলের প্রথম সারির ক্রিকেটারদের নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে ভারত। টি-টোয়েন্টি বিশ^কাপ দরজায় কড়া নাড়ায় বর্তমানে অস্ট্রেলিয়ায় ঘাঁটি বেধেছে রোহিত শর্মা-বিরাট কোহলি-লোকেশ রাহুলরা। তাই দ্বিতীয় সারির দল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত।

তবে সিরিজের শুরুটা ভালো হয়নি শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দলটির। বৃষ্টিবিঘিœত ম্যাচে ৯ রানে হেরে যায় ভারত। অবশ্য দলের হার এড়াতে ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করেছেন সঞ্জু স্যামসন।

স্যামসনের ৬৩ বলে অপরাজিত ৮৬ রানের পরও ৪০ ওভারে নির্ধারিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ২৫০ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি ভারত। স্যামসনের সাথে ব্যাট হাতে ভালো করেছেন ভারতের টি-টোয়েন্টি বিশ^কাপ দলে রিজার্ভ স্কোয়াডে থাকা শ্রেয়াস আইয়ার। টি-টোয়েন্টি মেজাজে ৩৭ বলে ৫০ রান করেন তিনি।

টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে ৪০ ওভারে ৪ উইকেটে ২৪৯ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেটে ১০৬ বলে অবিচ্ছিন্ন ১৩৯ রান করেন হেনরিচ ক্লাসেন ও ডেভিড মিলার। দু’জনই ঝড়ো ইনিংস খেলেন। ক্লাসেন ৬৫ বলে ৭৪ ও মিলার ৬৩ বলে ৭৫ রান করেন।

দ্বিতীয় ম্যাচেও ভারতের বিপক্ষে আক্রমনাত্মক ক্রিকেট খেলার কথা জানালেন মিলার। তিনি বলেন, ‘ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে জয় পেতে হলে আক্রমনাত্মক ক্রিকেটই খেলতে হবে। যা আমরা প্রথম ম্যাচে করেছি। নিজেদের কন্ডিশনে সবসময়ই সেরা দল ভারত। প্রথম ম্যাচ জয়ে আমরা এখন আত্মবিশ^াসী দল। শেষ ম্যাচের আগে সিরিজ জয় নিশ্চিত করতেই আমরা মাঠে নামবো।’

অন্য দিকেস সিরিজ বাঁচাতে মরিয়া ভারত। প্রথম ম্যাচের ভুলগুলা দ্রুত শুধরে নিতে চায় তারা। দলের ওপেনার শুভমান গিল বলেন, ‘২৫০ রান বড় কোন টার্গেট নয়। আমাদের টপ-অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায়, আমাদের হারতে হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে সকলেই ভালো খেলতে মরিয়া। সিরিজ বাঁচাতে নিজেদের সেরাটা দিতে চাই আমরা।’

১৩ দলের বিশ^কাপ সুপার লিগে ১৪ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তমস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ১৬ ম্যাচে ১০৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে ভারত। ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। ১২০ করে পয়েন্ট আছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ও পাকিস্তানের।

২০১৫ সালে সর্বশেষ ভারত সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা। আর গত জানুয়ারিতে সর্বশেষ সিরিজে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডেতে ভারতকে হোয়াইটওয়াশ করেছিলো প্রোটিয়ারা।

ওয়ানডেতে ৮৮বার দেখা হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার। এরমধ্যে পোটিয়াদের জয়  ৫০বার  এবং ৩৫বার জিতেছে ভারত। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।a

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank