বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হারে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১২:২৩, ৭ অক্টোবর ২০২২

৪১২

হারে সিরিজ শুরু বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো বাংলাদেশ। আত্মঘাতি ব্যাটিং এবং দুর্বল ফিল্ডিংয়ের কারণে জয়ের সুযোগ হাতছাড়া হয় টাইগারদের। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৬৭ রান তোলে পাকিস্তান। জবাবে বাংলাদেশ ৮ উইকেটে ১৪৬ রানে তুলে ২১ রানে হার মানে।

শুরুতে লিটন ও আফিফের ব্যাটে আশা জাগলেও বেশিক্ষণ টিকতে পারেননি তারাও। আফিফের সঙ্গে লিটনের জুটি থামে ফিফটির পরপরই। ২৬ বলে ৩৫ রান করে ফিরে যান লিটন। পড়তে থাকে একের পর উইকেট।

১৩তম ওভারে নেওয়াজের বলে আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লু হয়ে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেন। অবশ্য এলবিডব্লু'র সিদ্ধান্তে রিভিউ করেছিলেন, তবে কাজে আসেনি।

এর পরের ওভার অর্থাৎ, ১৪তম ওভারে শাহনেওয়াজ দাহানির বলে ক্যাচ তুলে আউট হলেন আফিফ। ২৩ বলে ২৫ রান করে ফেরেন তিনি। ১৫তম ওভারের পঞ্চম বলে অধিনায়ক নুরুল হাসানকেও ৮ রানে বিদায় করে দেন স্পিনার শাদাব খান।

ওয়াসিমের বলে এলবিডব্লুই আউট হয়ে ফেরে তাসকিন। শেষদিকে টেল-এন্ডারদের নিয়ে ব্যাটিং করতে হয়েছে ইয়াসির আলীকে। তবে ততক্ষণে রানরেট চলে যায় নাগালের বাইরে। ২১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন ইয়াসির।

প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে বৈরী আবহাওয়ায় লড়তে হয়েছে টাইগারদের। ক্রাইস্টচার্চের এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। যদিও আন্তর্জাতিক টি-২০ তে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পরিসংখ্যান খুব সুখকর নয়।

অতীতে ১৫ ম্যাচ খেলে পাকিস্তানের কাছে ১৩ ম্যাচ হেরেছে টাইগাররা। জয় মাত্র দুটিতে। কাগজে-কলমে শক্তিমত্তায়ও বাবর আজমের দল এগিয়ে আগে থেকেই। তবিও টি-২০ তে ধুঁকতে থাকা বাংলাদেশের চাওয়া ছিল পারফরম্যান্সে উন্নতি।

আগামীকাল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আগামী ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank