রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক

১৭:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২২

৬১১

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের সাথে চুক্তি নবায়ন করেছেন লিওনেল স্কালোনি। এ কারনে আরো চার বছর আলবিসেলেস্তেদের ডাগ আউট দেখা যাবে স্কালোনিকে। ২০১৮ সালের আগস্ট থেকে ৪৪ বছর বয়সী স্কালোনি মেসিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের (এএফএ) সভাপতি চিকুই টাপিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে লিওনেল স্কালোনি ২০২৬ সালের কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা সকলে মিলে জাতীয় দলের সংঘবদ্ধ প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’

এ সময় টাপিয়া স্কালোনির সাথে নিজের একটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দুজনকেই হাস্যোজ্জ¦ল অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি চুক্তি নবায়নের পর তোলা।
আগামী নভেম্বরে কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের চ্যালেঞ্জ এখন স্কালোনির সামনে। আসন্ন এই টুর্নামেন্টকে ঘিড়ে স্কালোনির উপর পরির্পূণ আস্থা থেকেই ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে এএফএ।

এর আগে গতকাল ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমি জাতীয় দলের সাথে কাজ করে যেতে চাই। সভাপতির সাথেও আমার সুসম্পর্ক রয়েছে। আমরা সবসময়ই সাক্ষাত করে একে অপরের সাথে খোঁজ রাখার চেষ্টা করি।’

কাতারে অন্যতম ফেবারিট দল হিসেবেই খেলতে নামবে আর্জেন্টিনা। সাম্প্রতিক সময়ে দলের তিন ফরোয়ার্ড লিওনেল মেসি, পাওলো দিবালা ও লটারো মার্টিনেজরা বেশ ফর্মে রয়েছে। সে কারনে ফেবারিটের তকমা আরো ভালভাবেই গায়ে লেগে গেছে স্কালোনির দলের।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank