লতার ৫ উইকেটে প্রস্তুতি ম্যাচে জিতলো বাংলাদেশ নারী দল
লতার ৫ উইকেটে প্রস্তুতি ম্যাচে জিতলো বাংলাদেশ নারী দল
মিডিয়াম পেসার লতা মন্ডলের আগুন বোলিংয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেল বাংলাদেশ নারী দল। গতরাতে টুর্নামেন্টে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নারী দল ৫৪ রানের ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত নারী দলকে।
আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও, দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন ওপেনার মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা। মুরশিদা ৩২ ও নিগার ২৫ রান করে ফিরেন। মিডল-অর্ডারে রুমানা আহমেদ ১ রানে আউট হলেও, সোবাহানা মুস্তারি ৩২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন।
শেষদিকে রিতু মনি ১৩ ও নাহিদা আকতার ৬ রান করেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১২৪ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ।
১২৫ রানের টার্গেটে ভালোই শুরু ছিলো আরব আমিরাতের। রান তোলার গতি কম থাকলেও, ১৩ দশমিক ২ ওভার শেষে ২ উইকেটে ৫৭ রান তুলেছিলো তারা।
তবে বল হাতে আক্রমনে এসেই আরব আমিরাতের ব্যাটিংয়ে ধস নামান লতা। ৩ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এতে ২০ ওভারে ৯ উইকেটে ৭০ রানে আটকে যায় আরব আমিরাত। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন-সানজিদা আকতার মেঘলা ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন লতা।
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ বাছাই পর্বে লড়াই শুরু করবে বাংলাদেশ নারীরা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ম্যাচ দু’টি হবে যথাক্রমে- ১৯ ও ২১ সেপ্টেম্বর। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান