ভুটানকে হালকাভাবে নিচ্ছে না ছোটনরা
ভুটানকে হালকাভাবে নিচ্ছে না ছোটনরা
বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে কাগজে কলমে খুবই দুর্বল ভুটান। আগের পাঁচটি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফলাফলে চোখ রাখলেই তা স্পষ্ট। তিনবারের দেখায় একটি গোলও সাবিনাদের জালে প্রবেশ করাতে পারেনি তারা। ২০১০ সালে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত সাফে ৯-০, ২০১২ সালে ১-০ এবং ২০১৯ সালে ২-০ গোলে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে সে সব এখন অতীত। কারণ সাফের পাঁচ আসরে যারা গ্রুপ পর্বই পেরুতে পারেনি, তারা প্রথমবারের মতো গোল করে এবং গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে। গ্রুপ পর্বে শ্রীলংকাকে ৫-০ গোলে ধ্বসিয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভুটান।
প্রথমবারের মতো ভুটান সেমি-ফাইনালে খেললেও দলটিকে হাল্কাভাবে নিতে চাননা বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বাানী ছোটন। বলেন অন্য দলগুলোর মতো ভুটানকেও সমীহের চোখে দেখছেন তিনি এবং তার শিষ্যরা। তিনি বলেন,‘ অবশ্যই তারা (ভুটান) ভালো খেলে সেমি-ফাইনালে এসেছে। সে কারনে বলতে হয় তারা শক্তিশালী। আমরাও পুরো শক্তি নিয়ে নামব এবং তা প্রয়োগ করব। আমরা আমাদের খেলা খেলব এবং ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব।’
বাংলাদেশ কোচ বলেন,‘ আমার যে দর্শন তা হচ্ছে, তিনটা ম্যাচ মেয়েরা খেলে এসেছে, এখন আরেকটা ম্যাচে পারফরম করবে। সেমি-ফাইনাল হচ্ছে নকআউট খেলা, এটা কোনো লিগের খেলা না। এই দুই দিন সব বিষয় নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। মেয়েরাও অবগত আছে এবং তারা সেমি-ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত। এখানেও মুলত আমাদের (আগের ম্যাচগুলোর) পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে হবে এবং জয়লাভ করতে হবে।’
এক প্রশ্নের জবাবে ছোটন বলেন,‘ প্রতিটি ম্যাচেই সব খেলোয়াড় প্রস্তুত থাকে, যে সুযোগ পায়, সেরাটা দেওয়ার চেষ্টা করে। এই মুহুর্তে আমাদের দলের ভালো দিক হচ্ছে-সবাই দারুন মনোযোগী। ভুটান ৫-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে সেমি-ফাইনালে এসেছে, তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা কখনোই কোনো দলকে ছোট করে দেখিনি।
দলীয় ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেন,‘ স্বপ্নার কাফ পেশীতে একটু ব্যথা আছে, আজকে ওয়ার্মআপের পরে ওকে বিশ্রাম দিয়েছি, যাতে করে কাল খেলতে পারে। বাকি সবাই ভালো আছে।’
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান