কোহলির ঝড়ে ভারতের বড় জয়
কোহলির ঝড়ে ভারতের বড় জয়
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১০১ রানে হারিয়েছে ভারত। আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হওয়ায় এই জয়টি ভারত দলের জন্য হয়ে রইলো শুধুই সান্ত্বনার। তবে, এই ম্যাচের প্রাপ্তি ভিরাট কোহলির সেঞ্চুরি। দীর্ঘ ১০২০ দিন পর শতকের দেখা পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
দ্বিতীয় ইনিংসে ভারতের দেয়া ২১৩ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ০ রানেই ফেরেন হজরতউল্লাহ জাজাই। ভুবনেশ্বরের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। দলীয় ১ রানের মাথায় গোল্ডেন ডাক মেরে ফেরেন আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজও। এবারও শিকারী সেই ভুবনেশ্বর।
দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও জোড়া উইকেট শিকার করেন ভুবনেশ্বের। এবার ফেরান করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরানকে। পাওয়ার প্লের শেষ ওভারে আফগান শিবিরে আঘাত হানেন আরশদীপ সিং। ২০ রানের মাথায় ৭ রান করে বিদায় নেন অধিনায়ক মোহাম্মদ নবী।
পরের ওভারে আবারও আঘাত হানেন ভুবনেশ্বর। আজমাতুল্লাহ ওমারজাইকে দিনেশ কার্তিকের ক্যাচ বানিয়ে পাঠান সাজঘরে। ফলে ৫০ রানের নিচেই অলআউট হওয়ার শঙ্কা জাগে ভারত শিবিরে। তবে এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রশিদ খান। দুজনে মিলে ৩৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। তবে ৫৪ রানে ফিরে যান রশিদ। তবে একপ্রান্ত আগলে পড়ে ছিলেন ইব্রাহিম। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১১১ রানে। ভারতের হয়ে পাঁচ উইকেট সংগ্রহ করেন ভুবনেশ্বর কুমার।
এর আগে, প্রথম ইনিংসে ভিরাট কোহলির সেঞ্চুরিতে আফগানিস্তানের সামনে ২১৩ রানের বিশাল টার্গেট দেয় ভারত।
ইনিংস উদ্বোধন করতে নেমে প্রথম দুই ওভার দেখে খেললেও তৃতীয় ওভার থেকে হাত খুলে খেলতে থাকেন কোহলি ও রাহুল। ইনিংসে তৃতীয় ওভারে আসে ১২ রান। পাওয়ার প্লের ৬ ওভারে ৫২ রান আসে এই দুই ব্যাটারের উইলো থেকে। প্রথম ১০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮৭ রানে।
১১তম ওভারে ক্যারিয়ারের ৩৩তম অর্ধশতক তুলে নেন কোহলি। ৩২ বলে ফিফটি পূর্ণ করেন কোহলি। এর পরের ওভারে ৩৬ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন লোকেশ রাহুলও। তবে, ১৩তম ওভারে রাহুলের উইকেট হারায় ভারত। ফরিদ আহমেদের বলে নাজিবুল্লাহ জাদরানের ক্যাচ হয়ে ফেরেন তিনি। উইকেটে থিতু হতে পারেননি তিনে নামা সূর্যকুমার যাদবও। প্রথম বলে ছক্কা মেরে দ্বিতীয় বলে সেই ফরিদের বলেই বোল্ড হন সূর্য।
১১৯ ও ১২৫ রানে ভারত পরপর দুই উইকেট হারালেও একপ্রান্ত আগলে থাকেন কোহলি। রিশাভ পান্তকে নিয়ে গড়েন ৮৭ রানের জুটি। এরইমধ্যে ৩ বছর পর নিজের সেঞ্চুরি তুলে নেন কোহলি। শেষ পর্যন্ত ১২২ রানে অপরাজিত থাকেন তিনি। পান্ত অপরাজিত থাকেন ২০ রানে। আর ভারতের সংগ্রহ দাঁড়ায় ২১২ রানে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান