আশা জাগিয়েও হারে শুরু বাংলাদেশের
আশা জাগিয়েও হারে শুরু বাংলাদেশের
মাত্র ১২৭ রান হলেও আটোসাটো বোলিংয়ে আফগানিস্তানকে বেশ ভালোই চেপে ধরেছিল বাংলাদেশ। তবে স্লগ ওভারের বোলিং দূর্বলতা সেই চেপে ধরাটা কাজে আসেনি। মোস্তাফিজুর রহমানের আলগা বোলিং আর সেই সুযোগে নাজিবুল্লাহ জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বড় জয়ই পেয়েছে আফগানিস্তান।
মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহদের টস জিতে ব্যাটিংয়ে নেমে মোসাদ্দেক হোসেনের ৪৮ রানে ভর করে ১২৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। আফগান স্পিনার মুজির উর রহমান ১৬ রানে ৩ উইকেটে হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ থেকে বের হতে পারেনি টাইগাররা। ফলে ১২৭ রানের ছোট সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানদের শুরুটাও ভালো হয়নি। ১৫ রানেই ফিরে যান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। পাওয়ার প্লেতে মাত্র ২৯ রান তোলে আফগানরা।
ইনিংসের ১০ম ওভার পর্যন্ত জয়ের পাল্লা বাংলাদেশের পক্ষে থাকলেও তা ধরে রাখতে পারেনি টাইগার বোলাররা। বিশেষ করে মোস্তাফিজের ১৭তম ওভারে এসেই ম্যাচ পুরোটাই ঝুলে পড়ে আফগানদের পক্ষে। ১৭ ওভারে নাজিবুল্লাহ জাদরানের ব্যাটিং তোপে নিজের সেরা বোলিংটা করতে পারেননি কাটার মাস্টার।
আফগানদের টপ অর্ডার দলকে ভালো শুরু এনে দিতে না পারলেও মিডল অর্ডার খেই হারিয়ে ফেলেনি। ইব্রাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরানের () রানের জুটিতে ভর করে সহজেই জয়ের বন্দরে ভেড়ে আফগানদের জয়ের নৌকা। শুধু জয় নয়, প্রথম দল হিসেবে এশিয়া কাপের ১৫তম আসরের সুপার ফোরও নিশ্চিত করেছে আফগানরা।
আফগানদের হয়ে নাজিবুল্লাহ জাদরান ১৭ বলে ৪৩ রানের ক্যামিও খেলেন। ইব্রাহিম জাদরান ৪১ বলে করেন ৪২ রান। বাংলাদেশের হয়ে সাকিব ১৩ রানে এক উইকেট শিকার করেন। এছাড়াও সাইফউদ্দিন ও মোসাদ্দেক একটি করে উইকেট শিকার করেন।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। মূলত মোসাদ্দেকের ৪৮ রানে ভর করে শতরানের কোটা পার করে বাংলাদেশ। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। সদ্য অধিনায়কত্ব হারানো রিয়াদ এদিনও ধরে রেখেছিল তার সহজাত ধীরগতির ব্যাটিং।
ওআ/
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান