বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২০:৫৫, ৩০ আগস্ট ২০২২

৩৯৭

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

মুজিব উর রহমানের ঘূর্ণিতে দিশাহারা বাংলাদেশ। প্রথম তিন ব্যাটারকেই সাজঘরে ফেরালেন এই অফস্পিনার। নাঈম, বিজয়ের পর অধিনায়ক সাকিব আল হাসানের উইকেট তুলে নিয়েছেন মুজিব। ৯ বলে ২ চারে ১১ রান করেছেন সাকিব। পাওয়ার প্লেতে ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮।

সেখানেই থামেনি উইকেট পতনের মিছিল। পাওয়ার প্লের পরের ওভারে রশিদ খান বল হাতে নিয়েই পেয়েছেন সাফল্য। এবার এলবিডব্লিউ মুশফিকুর রহিম (১)। আম্পায়ার নটআউট দিলে রিভিউ নিয়ে জিতে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৮ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের। প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামেন শেষ সময়ে দলে যুক্ত হওয়া নাইম শেখ।

আফগান পেস আক্রমণের সেরা অস্ত্র ফজলহক ফারুকিই প্রথম ওভার করেন। দেখেশুনে খেলে ওই ওভার থেকে একটি বাউন্ডারিসহ ৫ রান তুলে নেন নাইম শেখ। তবে এরপর আর সুবিধা করতে পারেননি।
দ্বিতীয় ওভারে অফস্পিনার মুজিব উর রহমানকে আনেন আফগান অধিনায়ক মোহাম্মদ নাবি। প্রথম ওভারেই সাফল্য মুজিবের। নাইম শেখকে পরিষ্কার বোল্ড করে দেন তিনি। ৮ বলে ৬ করে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার।

ওয়ানডেতে যতই আত্মবিশ্বাসী মনে হোক, টি-টোয়েন্টি ফরম্যাটে যেন এনামুল হক বিজয় একদমই মানিয়ে নিতে পারছেন না। দীর্ঘদিন পর দলে ফেরা এই ওপেনার নিয়মিতই ব্যর্থ হচ্ছেন টি-টোয়েন্টিতে।
এশিয়া কাপেও এর ব্যত্যয় হলো না। ১৪ বলে মাত্র ৫ রান করে ফিরলেন সাজঘরে। মুজিব উর রহমানের ঘূর্ণিতে ক্রস খেলতে গিয়ে লাইন পুরোপুরি মিস করেন বিজয়। আম্পায়ার অবশ্য প্রথমে আবেদনে সাড়া দেননি। তবে রিপ্লেতে দেখা যায়, বল তার লেগস্টাম্প পেয়ে গেছে।

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে টুর্নামেন্ট শুরু করা আফগানরা রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। আজ জিতলে সুপার ফোর রাউন্ড নিশ্চিত তাদের।

টি-টোয়েন্টিতে হেড টু হেড রেকর্ডে বাংলাদেশের (৩) চেয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান (৫)। এশিয়া কাপে এর আগে দু’বার মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। দু’বারই হেরেছে বাংলাদেশ। তবে শেষ ৪ দেখায় জয়-পরাজয়ের সমীকরণটা ২-২।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank