বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারত-পাকিস্তান ম্যাচে কোন দলকেই এগিয়ে রাখছেন না গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক

২১:৪৯, ২৭ আগস্ট ২০২২

৪০০

ভারত-পাকিস্তান ম্যাচে কোন দলকেই এগিয়ে রাখছেন না গাঙ্গুলী

টি-টোয়েন্টি ফরম্যাট বলেই আগামীকাল এশিয়া কাপের ১৫তম আসরে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে কোন দলকেই  এগিয়ে রাখছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি গাঙ্গুলী জানান, টি-টোয়েন্টিতে যেকোন কিছুই হতে পারে। তাই ভারত-পাকিস্তান ম্যাচে কোন দলই  এগিয়ে কিংবা পিছিয়ে নেই।

এশিয়া কাপের সূচি চূড়ান্ত হবার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চুলচেরা বিশ্লেষন শুরু হয়। কে জিতবে? কে হারবে? এমন আলোচনায় মাতেন ক্রিকেট ভক্তরা, সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিন, দুই চিরপ্রতিন্দ্বন্দির ম্যাচ নিয়ে  মুখ খুললেন গাঙ্গুলীও। ভারতের সংবাদমাধ্যমকে গাঙ্গুলী বলেন, ‘ভারত-পাকিন্তান ম্যাচ অন্য যেকোনও ম্যাচের মতোই। এটা ঠিক, এই ম্যাচে আলাদা চাপ থাকে। তবে রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলিরা ভালই জানে কিভাবে চাপ সামলাতে হয়। তবে এ ম্যাচে কেউই এগিয়ে বা পিছিয়ে নেই। টি-টোয়েন্টিতে যেকোন কিছুই হতে পারে।’

ভারত-পাকিস্তান ম্যাচে কারা এক্স-ফ্যাক্টর হবে সেটিও বলেছেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘দারুন এক ম্যাচ অপেক্ষা করছে। এ ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে পারে রোহিত, কোহলি, জাদেজা। আর পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এরা জ¦লে উঠলে, নিজ-নিজ দল জিতে যাবে।’

ইনজুরির কারনে পাকিস্তান দলে নেই শাহিন শাহ আফ্রিদি। অনেকেই বলছেন, এতে সুবিধা পাবে ভারত। তেমনটা মনে করেন না গাঙ্গুলী। তিনি বলেন, ‘ভারতেরও তো জসপ্রিত বুমরাহ নেই। তাই একজন ক্রিকেটারের না থাকা বড় পার্থক্য গড়ে দিতে পারবে না।’

কোহলির ব্যাটে বড় ইনিংস নেই। এই নিয়ে আলোচনা হয়েছে বহু। অনেকের মত গাঙ্গুলীও ফর্মে না থাকা  কোহলির ব্যাটে বড় ইনিংসের প্রত্যাশায় আছেন। তিনি বলেন, ‘কোহলির ব্যাটে রান না থাকলেও, অনেক বড় ক্রিকেটার সে। অনেক দিন ধরে খেলছে। তার অভিজ্ঞতা প্রচুর। রান করার ফর্মুলা খুব ভালো করে জানে সে। তাই দ্রুতই বড় ইনিংস খেলবে কোহলি।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank