রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিলই, বাংলাদেশ ১৯২তম

স্পোর্টস ডেস্ক

২০:২৬, ২৫ আগস্ট ২০২২

৪৩৯

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিলই, বাংলাদেশ ১৯২তম

ফিফা র‌্যাংকিংয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শীর্ষস্থানে ধরে রেখেছে। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে ১৮৩৭.৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে দলটি। তবে যে সময়কে কেন্দ্র করে এই র‍্যাংকিং সেই সময়ে শীর্ষে থাকা দেশগুলো কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। এর ফলে কোনো রেটিং পয়েন্টেরও হেরফের হয়নি।

এদিকে ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম, তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৭৭০.৬৫। তবে শীর্ষ তিনটি স্থানের মতো সেরা ২০টি দলের মধ্যেও কোনো পরিবর্তন আসেনি। ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের রেটিং পয়েন্ট কেবল ৮৮৩.১৮।

সাফ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তান ১৯৫তম এবং শ্রীলঙ্কা ২০৭তম। সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে ভারত। তারা রয়েছে ১০৪তম স্থানে। যদিও সম্প্রতি ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারত।

এবারের ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাভ হয়েছে আফ্রিকার দুটি দেশ বতসোয়ানা এবং মৌরিতানিয়ার। বতসোয়ানা ৩ ধাপ এগিয়ে অবস্থান করছে ১৪৬তম স্থানে এবং একইভাবে ৩ ধাপ এগিয়েছে মৌরিতানিয়াও। তারা রয়েছে ১০৭তম স্থানে। সেরা ৫০টি দলের মধ্যে ইরান এবং বিশ্বকাপের আয়োজন দেশ কাতার এগিয়েছে ১ ধাপ করে। ইরান ২২তম এবং কাতার রয়েছে ৪৮তম স্থানে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank