বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ডোমিঙ্গো

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৫:৪৬, ২৫ আগস্ট ২০২২

৫১৪

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ডোমিঙ্গো

রাসেল ডোমিঙ্গো ইস্যুতে তোলপাড় বাংলাদেশ ক্রিকেট। ঘটনা প্রতিনিয়তই মোড় নিচ্ছে নতুন দিকে। প্রোটিয়া কোচ চাকরি ছাড়ছেন এমনটা শোনা গেলেও এবার ডোমিঙ্গো নিজেই জানালেন হেড কোচের পদ এখনও ছাড়েননি তিনি।

সম্প্রতি টি-টোয়েন্টির কোচের পদ থেকে ডমিঙ্গোকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা ব্যর্থতার কারণে এই দক্ষিণ আফ্রিকান কোচকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ডমিঙ্গোর পদত্যাগের ব্যাপারে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ডমিঙ্গো এখন আফ্রিকাতে অবস্থান করছে। সে চাকরি ছাড়লে আগে তো বোর্ডকে জানাতে হবে। চাকরি ছাড়ার বিষয় নিয়ে সে এখনো পর্যন্ত কোনো চিঠি বোর্ডকে দেয়নি।’

পদত্যাগের গুজব রটার পর ডমিঙ্গো নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আপনাদের জানাতে চাই যে, আমি এখনো পদত্যাগ করিনি। আমি বর্তমান প্রেক্ষাপট পরিবর্তনে বদ্ধপরিকর।’

গেল ২২ আগস্ট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়ার মুখোমুখি হয়ে রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়ার কথা জানান। বোর্ডের এমন সিদ্বান্ত সেদিন বেশ হাসিমুখেই মেনে নিতে দেখা যায় ডমিঙ্গোকে। এরপর নিজ দেশ আফ্রিকাতে ফিরে যান তিনি।

তবে আদতে যে হেড কোচ খুশি নয় এটা বোর্ড সেদিনই আঁচ করতে পেরেছিলেন বলে জানান বোর্ডের আরেক কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা বলেন, ‘৪-৫ দিন আগেও ডমিঙ্গোর সাথে কথা হয়েছে, তখন এ নিয়ে তিনি কিছুই জানাননি, তবে সে চিন্তা করছিল এসব নিয়ে। আমার ধারণা কিছু একটা হয়তো হয়েছে যেটা পরে জানা যাবে। যদিও সে এখনো পর্যন্ত বিসিবিতে কোন অফিসিয়াল চিঠি পাঠায়নি এটা আমি মোটামুটি নিশ্চিত।’

তবে শেষ পর্যন্ত ডোমিঙ্গো থাকবেন কিনা তা সময়ই বলবে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank