বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উড়ন্ত জয়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক

১৪:১৭, ১৯ আগস্ট ২০২২

৪৬১

উড়ন্ত জয়ে শুরু ভারতের

বোলার-ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারী ভারত। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। 

হারারেতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। বল হাতে জিম্বাবুয়ের ব্যাটারদের শুরুই চেপে ধরেন ভারতের পেসার দীপক চাহার। চাহারের ৩ উইকেটে ৩১ রানের মধ্যে জিম্বাবুয়ের চার ব্যাটার প্যাভিলিয়নে ফিরেন। 

শুরুর ধাক্কায়  এক পর্যায়ে ১১০ রানেই অষ্টম উইকেটে হারায়  জিম্বাবুয়ে। নবম উইকেটে ৬৫ বলে ৭০ রানের জুটি গড়ে জিম্বাবুয়ে সম্মানজনক স্কোর এনে দেন ব্রাড ইভান্স ও রিচার্ড এনগারাভা। তারপরও ইনিংসের ৫৭ বল বাকী থাকতে ১৮৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ইভান্স অপরাজিত ৩৩ ও এনগারাভা ৩৪ রান করেন। ভারতের চাহার-প্রসিধ কৃষ্ণ-অক্ষর প্যাটেল ৩টি করে উইকেট নেন। 

জবাবে ১৯০ রানের টার্গেট ৩১তম ওভারেই স্পর্শ করে ফেলেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমান গিল। ৯টি চারে অপরাজিত ৮১ রান করেন ধাওয়ান। ১০টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৮২ রান করেন গিল। ম্যাচ সেরা হয়েছেন চাহার। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank