বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আম্পায়ার কোয়ের্তজেন

স্পোর্টস ডেস্ক

২১:৪৯, ৯ আগস্ট ২০২২

৫১৮

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আম্পায়ার কোয়ের্তজেন

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক আম্পায়ার রুডি কোয়ের্তজেন। আজ সকালে দক্ষিণ আফ্রিকার রিভারডেলে সড়ক দুর্ঘটনায় তিনজনসহ নিহত হয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ছুটি কাটিয়ে কেপটাউন থেকে বাড়ি ফিরছিলেন কোয়ের্তজেন। নেলসন ম্যান্ডেলা বে-তে নিজ বাড়ি তার। উল্টো পাশ থেকে আসা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কোয়ের্তজেনদের গাড়ির। তাতে সেখানেই মৃত্যু হয় তার।

স্থানীয় একটি রেডিওতে সাক্ষাৎকারে কোয়ের্তজেনের ছেলে কোয়ের্তজেন জুনিয়র বলেন, ‘বন্ধুদের সাথে গলফ খেলতে গিয়েছিল বাবা। সোমবারের মধ্যে তাদের বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু তারা বোধ হয় অন্য কোথাও গলফ খেলতে চলে গেল।’

১৯৯২ সালে প্রথম আম্পায়ারিং শুরু করেন কোয়ের্তজেন। ২০১০ সাল শেষবার আম্পায়ারিং করেছিলেন তিনি। ২০০৩ এবং ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিং করেছিলেন কোয়ের্তজেন। ধীর গতিতে আঙুল তুলে ব্যাটারকে আউট দেয়াতে বিশ^ ক্রিকেটে বেশ জনপ্রিয় ছিলেন কোয়ের্তজেন। ১০৮টি টেস্ট, ২০৯টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank