মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এখনও দেশের জন্য ‘যুদ্ধ’ করছি: মেসি

স্পোর্টস ডেস্ক

১১:২১, ১৯ নভেম্বর ২০২০

আপডেট: ১১:২৭, ১৯ নভেম্বর ২০২০

২৮৬

এখনও দেশের জন্য ‘যুদ্ধ’ করছি: মেসি

লিওনেল মেসি মনে করেন, দল হিসেবে গড়ে উঠছে আর্জেন্টিনা। ল্যাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ২-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ের পর এ মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক ব্যর্থতার মধ্যে জাতীয় দলে মেসির প্রত্যাবর্তন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। সেই তিনিই এখন ২০২২ কাতার বিশ্বকাপের টিকিটের জন্য দলকে নেতৃত্ব দিচ্ছেন।

গেল মঙ্গলবার রাতে পেরুর রাজধানী লিমায় শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস গঞ্জালেজ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লাউতারো মার্তিনেজ। 

আলবিসেলেস্তেদের সবচেয়ে ভালো খেলার নেপথ্যে রয়েছেন মেসি। স্বভাবতই এখন তারা টেবিল টপার ব্রাজিলের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে। 

ম্যাচ শেষে মেসি জানান, তিনি এখনও দেশের জন্য যুদ্ধ করছেন, লড়ে যাচ্ছেন।

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ম্যাচ খেলতে ও কাজ চালিয়ে যেতে ভালো অনুভব করছি। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমি মনে করি সঠিক পথেই আছি। ধীরে ধীরে আমরা দল হিসেবে শক্তিশালী হচ্ছি।

এবারের বাছাইপর্বে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪ ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে ১ ড্র করেছে তারা। 

কোনো অঘটন না ঘটলে এবার আরামসে বিশ্বমঞ্চে পারফরম করার ছাড়পত্র পাবেন মেসিরা। অথচ আগের কয়েকবার খাবি খেতে দেখা গেছে তাদের।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank