শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন মিরাজ
শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন মিরাজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিষ্পত্তি করতে চায় বাংলাদেশ। সিরিজ নিষ্পত্তির জন্য তৃতীয় ও শেষ ওয়ানডে পর্যন্ত দল অপেক্ষা করতে চায় না বলে জানালেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
বৃষ্টি বিঘিœত প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতে বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডের আগে মিরাজ বলেন, ‘আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চাইনা। যেহেতু আমাদের বড় একটা সুযোগ আছে, দ্বিতীয় ম্যাচ জিতলেই আমরা নিশ্চিত হতে পারবো যে, আমার সিরিজ জিতেছি। অবশ্যই আমাদের ম্যাচ জিততে হবে, অবশ্যই আমাদের ম্যাচ জেতার জন্যই খেলতে হবে। তবে আরও বেশি ফোকাসড থাকবো আমরা।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ শক্তভাবে ফিরে আসতে চাইবে। আমরাও চেষ্টা করবো ওরা ফিরে আসলেও, কিভাবে আসতে পারে, সগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা সেগুলো নিয়ে এরইমধ্যে কথা বলেছি। অধিনায়ক আমাদের সাথে আলোচনা করেছেন এবং আমাদের যে মিটিংয়ে হয়েছে, সেখানেও কথা হয়েছে কিভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। দিন শেষে ভালো খেলা গুরুত্বপূর্ণ, সবার পারফর্ম করা গুরুত্বপূর্ণ। নিজেদের কাজটা করতে পারলেই জিততে পারব।’
প্রথম ওয়ানডেতে মিরাজ ও পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে সহজ জয় পেয়েছিলো বাংলাদেশ। শরিফুল ৩৪ রানে ৪টি ও মিরাজ ৩৬ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছিলেন মিরাজই।
বল হাতে সাফল্যের পেছনের ঘটনা জানাতে গিয়ে মিরাজ বলেন, ‘গায়ানার উইকেট আমরা প্রথম দিকে অনেক সহায়তা পেয়েছি। আসলে আমরা সেভাবে অনুশীলন করতে পারিনি। তবে ছোট একটি অভিজ্ঞতা ছিলো। এর আগে যখন গায়ানাতে খেলেছিলাম ২০১৮ সালে। ওখানে কিভাবে বল করেছি, সেটি আমি উপলব্ধি করেছি, সেই ভিডিও দেখেছি। আমি মানসিকভাবে শক্তিশালী ছিলাম যে আমার কি করতে হবে। আমি আমার দায়িত্বে ব্যাপারে পরিস্কার ছিলাম। আমার দায়িত্বটা কিভাবে পালন করতে হবে। আমি উইকেট নেয়ার জন্য বল করিনি। আমি চেষ্টা করেছি, উইকেট যেহেতু আমাদের সহায়তা করছে, ব্যাটাররা যেন কষ্ট করে রান করে। তারা যেন ভুল করে, আমি যেন ভুল না করি। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সবসময় বিগ শট খেলতে পছন্দ করে, এক-দুইটা বল ডট হলেই, তারা মারার চেষ্টা করে। আমি ওইটাই খেয়াল করেছি, দুই-তিনটা বল যদি ডট হয়, ওরা যেন ঝুঁকি নিয়ে আমাকে মারে, তবেই আমার সুযোগ থাকবে উইকেট পাওয়ার। আমি এই সহজ বিষয়টাই চিন্তা করেছি, তাই আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি।’
দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। সেই সাথে অধিনায়ক হিসেবে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতবেন তামিম ইকবাল। অধিনায়ক তামিমের প্রশংসাও করেছেন মিরাজ, ‘তামিম ভাই তো খুব ভালো অধিনায়কত্ব করছেন এবং সফলও হচ্ছেন। দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে আমরা সিরিজ জিতেছি। চার-পাঁচটি সিরিজ জিতেছি আমরা তার নেতৃত্ব। খুব ভালো অধিনায়কত্ব করছেন তিনি এবং সবচেয়ে বড় কথা হলো, তাকে সবাই সাপোর্ট করছেন। ফিল্ডার বলেন বা বোলার-ব্যাটসম্যান, সবাই সাপোর্ট করায় তার কাজ সহজ হয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সবাই যার যার ভূমিকা পালন করলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। আমরা মনে করি, খেলোয়াড়রা সবাই তার পাশে আছি, সবাই চেষ্টা করছি নিজের ভূমিকা পালন করতে।’
এই সিরিজে দলের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম খেলছেন না। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব বেড়ে যায় মিরাজের, এমনটাই মনে করেন এই অফ-স্পিনার, ‘সাকিব ভাই খেললে আমাদের জন্য বাড়তি সুবিধা। কিন্তু তার না খেলাটা আবার সবার জন্যই সুযোগ। তার অনুপস্থিতিতে আমাদের অন্য পথ খুঁজে বের করতে হয়। হয়তো আমাকেই একটু বেশি দায়িত্ব নিতে হবে। শেষ দিকে ব্যাটিং করি বলে আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়। যদি দল আমার কাছে ৩০-৪০টা রান আশা করে, আমি যদি দিতে পারি, সেটা দলের জন্য সুবিধাজনক হবে।’
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান