বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদ্মা সেতু উদ্বোধন: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাকিব-তামিমদের

স্পোর্টস ডেস্ক

১৬:৫৪, ২৫ জুন ২০২২

৪৪৫

পদ্মা সেতু উদ্বোধন: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাকিব-তামিমদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করলেন। এই উদ্বোধন উৎসবে মেতেছে গোটা দেশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সেই উৎসবে সামিল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। সেন্ট লুসিয়ায় বিশাল এক কেক কেটে সেতু উদ্বোধন উদযাপন করেছেন সাকিব-তামিমরা।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাকিব বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ, আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবথেকে বড় অবদান এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে লিখেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা বিশাল বড় অর্জন। একটা সময় ছিল, আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে কি হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার ডেডিকেশনের কারণে, ওনার চেষ্টার কারণে আমরা সবাই পদ্মা সেতু পেয়েছি। সাথে অবশ্য এটাও বলবো— যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে কর্মীবাহিনী যারা কাজ করেছেন। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই— আপনারা যে জিনিসটি করেছেন এটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে। আমার এবং বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

উইকেটকিপার ব্যাটার লিটন দাস পদ্মা সেতুকে গর্বের চিহ্ন হিসেবে দেখছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু আমাদের গর্ব, আমাদের সাহস।’

মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যার স্বপ্ন দেখছিলাম, তা অবশেষে বাস্তবে পরিণত হয়েছে। আমাদের নিজস্ব পদ্মা সেতু নিয়ে গর্ববোধ করছি। মাশাল্লাহ।’

পেসার রুবেল হোসেন একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ উদ্বোধন স্বপ্নের পদ্মা সেতু। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

৮ বছর পর টেস্ট খেলার সুযোগ পাওয়া এনামুল হক বিজয়ও লিখেছেন, ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু। আজ ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন করেছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank