রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ || ২৩ ভাদ্র ১৪৩১ || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানে উঠে এলেন ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদাল

স্পোর্টস ডেস্ক

১৪:৩০, ৭ জুন ২০২২

৮১১

র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানে উঠে এলেন ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদাল

ফ্রেঞ্চ ওপেন বিজয়ী নাদাল সদ্য প্রকাশিত এটিপি বিশ্ব র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে  চতুর্থ স্থানে উঠে এসেছেন।

এদিকে নাদালের কাছে ফাইনালে পরাজিত কাসপার রুডেরও অবস্থানের উন্নতি হয়েছে। নরওয়ের এই তারকা দুই ধাপ উন্নতি হয়ে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। 

রুডকে ফাইনালে ৬-৩, ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন নাদাল। এর মাধ্যমে স্ল্যাম জয়ের রেকর্ড ২২’এ নিয়ে গেছেন এই অভিজ্ঞ স্প্যানিয়ার্ড। 

রোলা গ্যাঁরোতে নাদালের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত সার্বিয়ান নোভাক জকোভিচ ডানিল মেদভেদেভের থেকে এগিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছেন। তৃতীয় স্থানে রয়েছেন জার্মানীর আলেক্সান্দার জেভরেভ।

এটিপি শীর্ষ ১০ বিশ্ব র‌্যাংকিং :
১. নোভাক জকোভিচ (সার্বিয়া)             ৮৭৭০ রেটিং পয়েন্ট
২. ডানিল মেদভেদেভ (রাশিয়া)            ৮১৬০  
৩. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)       ৭৭৯৫
৪. রাফায়েল নাদাল (স্পেন)                ৭৫২৫
৫. স্টিফানোস টিসিতসিপাস (গ্রীস)        ৬১০০
৬. কাসপার রুড (নরওয়ে)                  ৫০৫০
৭. কার্লোস আলকারাজ (স্পেন)           ৫০০৫
৮. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)                ৪২৬০
৯. ফেলিক্স অগার-আলিয়ামিসে (কানাডা) ৩৯৫৫
১০. মারিও বেরাত্তিনি (ইতালি)             ৩৮০৫

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank