রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নেইমারের পেনাল্টি শটে জাপানকে হারালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

২০:৩২, ৬ জুন ২০২২

৫৬০

নেইমারের পেনাল্টি শটে জাপানকে হারালো ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার পর জাপানকে হারালো ব্রাজিল। দলের হয়ে পেনাল্টিতে একমাত্র গোলটি করেছেন নেইমার। এর মধ্যদিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই সারলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। খেলার ৭৭ মিনিটে পেনাল্টি পায় সফরকারীরা। আর সেই পেনাল্টি থেকেও গোল করেন নেইমার।

পুরো ম্যাচে সমানভাবে লড়েছে এশিয়ার দেশ জাপান।

ম্যাচের শুরু থেকেই জাপানকে চাপে রাখে ব্রাজিল। কিন্তু প্রথমার্ধে ১৫ শট নিয়েও (৩টি লক্ষ্যে) গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জাপান মাত্র দুটি শট নিতে পেরেছে, লক্ষ্যে ছিল না একটিও। কিন্তু ব্রাজিলকে আটকে রাখতে পেরেছে তারা।

প্রথমার্ধের শেষদিকে বেশ কয়েকটি গোছানো আক্রমণ করে ব্রাজিল। ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া রাফিনহার বাঁ পায়ের শট ক্লোজ ছিল। ৪২ মিনিটে নেইমারের বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়ে বাইরে বের করে দেন জাপান গোলরক্ষক শুইচি গোন্ডা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে ব্রাজিল। ৫৭ মিনিটে দানি আলভেজের হেডেড পাস থেকে রাফিনহার শট পোস্টের ডানদিক ঘেঁষে চলে যায়। এরপর নেইমারের বেশ কয়েকটি চেষ্টা আটকে দেয় জাপান।

৭৫ মিনিটের মাথায় রিচার্লিসনকে বিপজ্জনক জায়গায় ফেলে দেন ওয়াতারো এন্দো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডান পায়ের শটে পোস্টের বাঁদিক দিয়ে বল সহজেই জালে জড়িয়ে দেন নেইমার।

জাপানের বিপক্ষে কখনও হারেনি ব্রাজিল। এখন পর্যন্ত দুই দলের ১৩ সাক্ষাতে ব্রাজিল শেষ হাসি হেসেছে ১১টি ম্যাচে, ড্র হয়েছে অন্য দুই ম্যাচ।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank