বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এশিয়া কাপের বিকল্প ভেন্যু হতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৪:৪০, ২১ মে ২০২২

৫৮২

এশিয়া কাপের বিকল্প ভেন্যু হতে পারে বাংলাদেশ

অর্থনৈতিক সংকটে নাজেহাল অবস্থা শ্রীলঙ্কায়। এদিকে দেশটিতে এ বছর এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, তাতে দ্বীপরাষ্ট্রটিতে এত বড় টুর্নামেন্ট আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। ফলে বিকল্প ভেন্যুর কথাও ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি)।

আর স ভাবনায় এগিয়ে আছে বাংলাদেশ। জানা গেছে, শেষ পর্যন্ত যদি শ্রীলঙ্কা আয়োজন না করতে পারে তাহলে এশিয়া কাপ বাংলাদেশেই হওয়ার সম্ভাবনা বেশি। 

কারণ, বাকি দেশগুলোর মধ্যে ভারতে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে কোনো বহুজাতিক আসর আয়োজনে অনিচ্ছুক বিসিসিআই। এর পরের এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান। আর এই সময়ে সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা অনেক বেশি। সবমিলিয়ে বিকল্প ভেন্যুর তালিকায় বাংলাদেশকেই এগিয়ে রাখছে এসিসি।

এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এখনই বিষয়টি নিয়ে বেশি আলোচনা না করার পক্ষে তিনি। 

তিনি শুধু বলেছেন, ‘যদি ভেন্যু পরিবর্তন হয়, অবশ্যই প্রথম পছন্দ থাকবে বাংলাদেশ।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank