বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৩:২২, ৮ মে ২০২২

৬২১

ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 

রোববার (৮ মে) দুপুর ১২.১৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শ্রীলঙ্কা দলকে বহনকারী বিমানটি। 

এ সফরে চট্টগ্রাম ও ঢাকায় দুটি টেস্ট খেলবে লঙ্কানরা। আর প্রথম টেস্ট সামনে রেখে আজ সন্ধ্যাতেই চট্টগ্রাম যাবে টাইগাররা।

রাজনীতি ছাড়াও ক্রিকেটীয় পরিবেশেও চ্যালেঞ্জ লঙ্কানদের সামনে। কয়েকদিন আগে কোচিং প্যানেলে এসেছে পরিবর্তন। হেড কোচ সিলভারউড, বোলিং কোচ চামিন্দা ভাস ও সহকারী কোচের দায়িত্বে নাভিদ নেওয়াজ। বেশ কজন নতুন খেলোয়াড় নিয়ে লঙ্কান দলকে কতোটা আত্মবিশ্বাসী করতে পারবেন তারা বাংলাদেশের মতো অভিজ্ঞ দলের সামনে তাও দেখার বিষয়।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নিতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, রাতে চট্টগ্রামে রওনা হওয়ার আগে প্রথম টেস্টের জন্য দলে ডাক পাওয়া ক্রিকেটাররা রিপোর্ট করবেন।

চট্টগ্রামে প্রস্তুতি চলাকালীন নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের কারণে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে কিছুটা ছেদ পড়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সেখান থেকে বের হয়ে আসতে চান মমিনুল হকরা।

২০০১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে প্রথম ১২ ম্যাচের সবগুলোতেই জিতেছিল শ্রীলঙ্কা। এরপর ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। দু’দলের সর্বশেষ ১০ ম্যাচে বাংলাদেশ হারে পাঁচটিতে, একটি জয় পায় ও ড্র করে চারটিতে। জয়টি ছিল ২০১৭ সালে।

বাংলাদেশ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank