তামিম-সাকিব-মুস্তাফিজদের ঈদ শুভেচ্ছা
তামিম-সাকিব-মুস্তাফিজদের ঈদ শুভেচ্ছা
বাংলাদেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর পালন করছেন সকল ধর্মপ্রাণ মুসলমানেরা। একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাঝেই ইদের আনন্দ। মানুষকে ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়াও বেশ আনন্দের। সেই আনন্দ ভাগাভাগি করতে ভক্ত-সমর্থকদের সঙ্গে সামিল হয়েছেন ক্রিকেটাররা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছে সাকিব আল হাসান, ‘এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!’
ওপেনার তামিম ইকবাল ভিডিও বার্তায় বলেন, ‘সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। ঈদ হোক সবার জন্য আনন্দময় আর ঈদ কাটুক সুস্থতায় এই শুভ কামনায়- ঈদ মোবারক।’
দিল্লি ক্যাপিটালসের হয়ে ভারত থেকে ভিডিও বার্তায় মুস্তাফিজ বলেন, 'ঈদুল ফিতর আপনাদের জীবনে সুখ-শান্তি বয়ে নিয়ে আসুক, ঈদ মুবারক। সাধারণত আমার ভাইদের সঙ্গে বাড়িতেই ঈদ করা হয়। বন্ধুদের সঙ্গে নামাজ পড়তে যাই। তবে এই বছর তাদের সাথে ঈদ করতে পারছি না।'
বন্ধু ও পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে তাসকিন আহমেদ লিখেন, ‘ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন।’
অলরাউন্ডার লিখেছেন, ‘আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে কবুল করুন। সবাইকে ঈদ মোবারক।’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে কবুল করুন। সবাইকে ঈদ মোবারক।’
ডিপিডিএলে এনামুল হক বিজয় নিজের মেয়ের সঙ্গে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে।’
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান