বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন শেখ জামাল

স্পোর্টস ডেস্ক

১৮:০১, ২৬ এপ্রিল ২০২২

আপডেট: ১৮:০১, ২৬ এপ্রিল ২০২২

৫২৫

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন শেখ জামাল

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের করে নিলো ইমরুল কায়েসের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ডিপিএলে শেখ জামালের প্রথম শিরোপা। ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২৯ রান তুলে আবাহনী। জবাবে ১৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় শেখ জামাল।

মঙ্গলবার (২৬ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইরফান শুক্কুর ও রাকিবুল হাসানের ব্যাটে দারুণ শুরু করে রূপগঞ্জ। দুজনের জুটি থেকে আসে ৭১ রান। জুটি ভাঙে ৪৭ রান করা রাকিবুলের বিদায়ে।

ইরফান শুক্কুর ২৯ (৪৭) রান করে বিদায় নিলেও সাব্বির রহমান একপাশ আগলে রেখে এগিয়ে যান দলকে নিয়ে। সঙ্গে নাঈম ইসলামের ৪৭ (৫৬) রানের ইনিংস। এরপর সাকিব আল হাসানের ২৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৯ রানের ঝোড়ো ইনিংসে বড় রানের পথে থাকে রূপগঞ্জ।

দলের জন্য বড় ভূমিকা রাখেন সাব্বির। তিন নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ৮৩ বলে ৯০ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রানে শেষ হয় রূপগঞ্জের ইনিংস।

গাজী গ্রুপের হয়ে ২টি করে উইকেট নেন খালেদ আহমেদ, রাকিবুল আতিক ও মারাজ মাহবুব। ১ উইকেট করে নেন মাহমুদুল হাসান ও আল আমীন জুনিয়র।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারেতে থাকে গাজী গ্রুপ। এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নামেন আরাফাত সানী। আরেক ওপেনার মাহমুদুল হাসানের ৫ রানে ফেরার মধ্য দিয়ে শুরু হয় উইকেট হারানোর মিছিল।

একের পর এক উইকেট হারাতে থাকা গাজী গ্রুপ থেমে যায় ২৯.২ ওভারে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন হাবিব মেহেদী। এ ছাড়া ২৭ রান আসে মেহেবুব হোসেনের ব্যাটে ও ১৯ রান করেন আরাফাত সানি।

রূপগঞ্জের পক্ষে ৫ উইকেট নেন চিরাগ জানি। ২টি করে উইকেট নেন আল আমীন হোসেন ও নাঈম ইসলাম। ১ উইকেট নেন সাকিব আল হাসান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank