বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হবে আইপিএলের ফাইনালে: জয় শাহ

স্পোর্টস ডেস্ক

২৩:০০, ১৮ এপ্রিল ২০২২

৪৮০

এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হবে আইপিএলের ফাইনালে: জয় শাহ

আগামী এশিয়া কাপ শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে কি-না, সেটিই চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের দিন নির্ধারিত হবে। এমনটাই জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল।
 
২৭ আগস্ট থেকে শ্রীলংকার মাটিতে শুরু হবার কথা এশিয়া কাপ। কিন্তু গত কয়েক মাস ধরে শ্রীলংকার পরিস্থিতি উত্তাল। দেশ জুড়ে আর্থিক সঙ্কট, রাজনৈতিক টানাপোড়েন, ভয়াবহ মুদ্রস্ফীতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূল্য, দিনে দীর্ঘসময়ের লোডশেডিংয়ে নাকাল পুরো শ্রীলংকা। এই পরিস্থিতিতে শ্রীলংকায় এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

এশিয়া কাপ শ্রীলংকায় হবে কি-না সে বিষয়ে আইপিএল ফাইনালের দিন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান জয়।

সংবাদ সংস্থা এএনআইকে জয় বলেন, ‘শ্রীলংকার পরিস্থিতি নিয়ে সে দেশের ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে। সুরক্ষিতভাবে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে আশাবাদী শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ২৯ মে আইপিএলের ফাইনালের দিন এসএলসির কর্মকর্তারা মুম্বাই আসবেন। সে দিনই এশিয়া কাপ নিয়ে তাদের সাথে আলোচনা হবে।’

করোনাভাইরাসের কারনে ২০২০ ও ২০২১ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। ২০২২ সালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এশিয়া কাপ আয়োজন নিয়ে আশাবাদি হয়েছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank