বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২১৭ রানেই অলআউট বাংলাদেশ, ফলোঅনে ফেলেনি প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক

১৮:১৩, ১০ এপ্রিল ২০২২

৫১৪

২১৭ রানেই অলআউট বাংলাদেশ, ফলোঅনে ফেলেনি প্রোটিয়ারা

দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রানের জবাবে প্রথম ইনিংসে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতে সব কটি উইকেট হারিয়ে টাইগাররা করেছে মাত্র ২১৭ রান। লাল সবুজের প্রতিনিধিরা পিছিয়ে আছে ২৩৬ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন মুশফিকুর রহিম।

মুশফিক অনেক দিন পর পেলেন রানের দেখা। নিজের হাতের ব্যাট হাসিয়ে দিয়েছিলেন শতকের আভাস। তবে ১৩৬ বলে ৫১ রানের বেশি আসেনি বাংলাদেশের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যানের ব্যাট থেকে। তার এ ইনিংসে ছিল আপ বাউন্ডারির মার। তবে ফিফটি মিস করেন ইয়াসির আলী। ৪ রানের আক্ষেপ নিয়ে ফেরেন তিনি। ৮৭ বলে তার ব্যাট থেকে আসে ৪৬ রান। ষষ্ঠ উইকেটে মুশফিক-ইয়াসির দুজনে মিলে ১৬২ বলে ৭০ রানের জুটি গড়ে ব্যাটিং বিপর্যয় সামাল দেন।

তৃতীয় দিনের পুরো দুটি সেশনও খেলতে পারেননি মুমিনুল হকরা। মধ্যাহ্নভোজ বিরতির আগেই ফিরে যান মুশফিক-ইয়াসির। দুজনের বিদায়ে টাইগারদের খেলাও প্রায় শেষ হয়ে যায়। দ্বিতীয় সেশনে ৪.২ ওভারে দলীয় স্কোরে মাত্র ৭ রান যোগ করে সফরকারীরা। মেহেদী হাসান মিরাজ বিদায় নেন ১১ রান করে। তাইজুল এনে দেন মাত্র ৫ রান। খালেদ আহমেদ ও এবাদত হোসেন রানের খাতাই খুলতে পারেননি। তাতেই বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২১৭ রানে। লাল-সবুজের প্রতিনিধিরা এখনো ২৩৬ রানে পিছিয়ে।


দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন সাইমন হার্মার ও উইয়ান মুল্ডার। আর দুটি করে উইকেট পান কেশব মহারাজ ও ডুয়ান্নে অলিভার।

তার আগে ৫ উইকেটে প্রথম ইনিংসে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ৩০ রানে অপরাজিত ব্যাটসম্যান মুশফিক নিজের ব্যক্তিগত স্কোরে যোগ করেন মাত্র ২১ রান। তবে তার আগের দিনের সঙ্গী ইয়াসির যোগ করেন ৩৮ রান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank