বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৪৫৩ রানে প্রোটিয়াদের থামিয়ে ব্যাট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৯:৫০, ৯ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:৫৩, ৯ এপ্রিল ২০২২

৫০৫

৪৫৩ রানে প্রোটিয়াদের থামিয়ে ব্যাট করছে বাংলাদেশ

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকাকে দ্রুত থামানো। নিজেদের লক্ষ্যে সফল হতে পারেনি মুমিনুলরা। লম্বা সময় ব্যাটিং করে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং স্কোর জমা করেছে প্রোটিয়ারা।

শনিবার (৯ এপ্রিল) টেস্টের দিনের দ্বিতীয় সেশনে এসে প্রথম ইনিংসে ৪৫৩ রানে থামল দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেছেন কেশব মহারাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেছেন ডিন এলগার। বর্তমানে ব্যাট করছে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭০ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (২০) এবং নাজমুল ইসলাম শান্ত (১১)। দক্ষিণ আফ্রিকার ডি.অলিভার নিয়েছেন ১ উইকেট।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে। দলীয় ৩০০ রানে প্রোটিয়াদের কাইল ভারানেকে ফেরান খালেদ আহমেদ।

উইন মাল্ডারকে সঙ্গে নিয়ে এরপর ৮০ রানের জুটি গড়েন কেশভ মহারাজ। ৭৭ বলে ৩৩ রান করে মাল্ডার আউট হলেও ফিফটি তুলে নেন মহারাজ। শেষ পর্যন্ত তাকে থামান তাইজুল ইসলাম। ততক্ষণে ৯৫ বলে ৮৪ রান করে ফেলেছেন মহারাজ।

পরে শিমন হার্মারের ২৯ ও লিজার্ড উইলিয়ামসের ১৩ রান প্রোটিয়াদের ইনিংসটাকে লম্বা করেছে আরও। শেষ অবধি ৪৫৩ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভার বল করে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, খালেদ পেয়েছেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ৯০ ওভারে ৪৫৩ (এলগার ৭০, এরউইয়া ২৪, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭, রিকেলটন ৪২, ভেরাইনা ২২, মুল্ডার ৩৩, মহারাজ ৮৪, সিমন ২৯, উইলিয়ামস ১৩, অলিভার ০; তাইজুল ১৫০-১০-১৩৫-৬, ইবাদত ২৮-৩-১২১-০, মিরাজ ২৬.২-৪-৮৫-১, খালেদ ২৯-৬-১০০-৩ )।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank