বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে ফিরলেন তাসকিন-শরীফুল

স্পোর্টস ডেস্ক

২০:৫২, ৬ এপ্রিল ২০২২

৫০৯

দেশে ফিরলেন তাসকিন-শরীফুল

ফাইল ছবি
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ মাঠে গড়ানোর আগেই দেশে ফিরে এসেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। আগের থেকেই চোট পাওয়া শরীফুল আর প্রথম টেস্টে কাঁধের ইঞ্জুরিতে পড়া তাসকিন খেলতে পারবেন না দ্বিতীয় টেস্ট।

বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট তো বটেই, চলতি মাসেি তাদের মাঠে ফেরা নিয়ে আছে সংশয়।

এই দুই পেসারকে নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম এক বিবৃতিতে বলেন, ‘প্রথম টেস্টের দ্বিতীয় দিনে খেলার সময় ডান কাঁধে ব্যথা এবং নড়াচড়া করতে অসুবিধার কথা বলেন তাসকিন। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের জন্য তিনি ফিজিওথেরাপি, সহায়ক টেপিং এবং ব্যথানাশক ঔষধ নেন। তার সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।’

শরিফুলের ব্যাপারে বলেছেন, ‘২৯ মার্চ অনুশীলনের সময় বাম পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করেন শরিফুল। তার লিগামেন্টে গ্রেড-১ টিয়ার ধরা পড়েছে। তিনি ইতোমধ্যে তার পুনর্বাসন শুরু করেছেন এবং সম্ভবত এই মাসের শেষের দিকে অনুশীলন শুরু করবেন।’

তাসকিন-শরিফুল ছাড়াও বাংলাদেশের স্কোয়াডে আছেন আরো চার পেসার। এর মধ্যে ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ খেলছেন ডারবান টেস্টে। আর বেঞ্চে ছিলেন দুই পেসার শহিদুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী। তাই তাসকিন-শরিফুল ফিরলেও পেস বিভাগ সাজাতে খুব একটা চিন্তা করতে হবে না বাংলাদেশকে।

আগামী ৮ এপ্রিল থেকে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। পোর্ট এলিজাবেথে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank