বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫৩ রানে অলআউট, বড় ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৫:২৪, ৪ এপ্রিল ২০২২

৫৪১

৫৩ রানে অলআউট, বড় ব্যবধানে হারল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৪ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এর ফলে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানের লজ্জার পরাজয় বরণ করতে হয়েছে সফরকারীদের।

সোমবার (৪ এপ্রিল) ডারবানের কিংসমেডে পঞ্চম দিনের খেলায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।  নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান এনে দেন। ১৪ রান আসে তাসকিন আহমেদের ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানরা কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি। থেকে যান সিঙ্গেল ডিজিটে। মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন তো শূন্য রানে ফেরেন সাজঘরে।

৩২ রান খরচ করে মহারাজ একাই নেন ৭ উইকেট। সাইমন হার্মার ২১ রানে পান ৩ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর: 

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭/১০ (টেম্বা বাভুমা ৯৩, ডিন এলগার ৬৭; খালেদ আহমেদ ৪/৯২, মেহেদী হাসান মিরাজ ৩/৯৪)

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৫.৫ ওভারে ২৯৮/১০ (মাহমুদুল হাসান জয় ১৩৭, লিটন দাস ৪১, নাজমুল হোসেন শান্ত ৩৮; সাইমন হার্মার ৪/১০৩)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৭৪ ওভারে ২০৪/১০ (ডিন এলগার ৬৪, রায়ান রিকেটরটন ৩৯*; এবাদত হোসেন ৩/৪০, মেহেদি মিরাজ ৩/৮৫)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৯ ওভারে ৫৩/১০ (শান্ত ২৬, তাসকিন ১৪, ইয়াসির ৫, জয় ৪, সাদমান ০, মুমিনুল ২, মুশফিক ০, লিটন ২, মিরাজ ০; কেশভ মহারাজ ৭/৩২, হারমার ৩/২১)।

ফল : দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank