বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৮:২৭, ১ এপ্রিল ২০২২

আপডেট: ১৮:৩১, ১ এপ্রিল ২০২২

৫৬০

দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামাল বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে আটকালো বাংলাদেশ। প্রথম দিনে ৪ উইকেট ২৩৩ রান দেওয়ার পর দ্বিতীয় দিন ৪৪.১ ওভারে প্রোটিয়াদের গুটিয়ে দেয় টাইগার বোলাররা। বাকি ৬ উইকেট শিকারে বাংলাদেশ রান দিয়েছে ১৩৪। বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন সৈয়দ খালেদ আহমেদ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ছিল সমানে সমান। দ্বিতীয় দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টেম্বা বাভুমা এবং কাইল ভেরাইনে।

তবে ব্যাট হাতে দিনের শুরুটা ভালো হলো না প্রোটিয়াদের। দ্বিতীয় দিনে ব্যক্তিগত ইনিংসে মাত্র ১ রান যোগ করতে পেরেছেন ভেরাইনে। টাইগার পেসার খালেদ আহমেদের বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেছেন ২৮ রান। একই ওভারের পরেই বলে উইয়ান মুল্ডারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি।

এরপর সপ্তম উইকেট জুটিতে কেশব মাহারাজকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নিচ্ছেন দলের অভিজ্ঞ ব্যাটার টেম্বা বাভুমা। নিজেও এগোচ্ছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু তাকে নার্ভাস নাইনটিতে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। আউট হওয়ার পূর্বে করেন ৯৩ রান। পরের ওভারেই ১৯ রানে মাহারাজকে আউট করেন ইবাদত।

নবম উইকেটে লিজার্ড উইলিয়াস এবং সিমোন হার্মার মিলে দলীয় স্কোরে কিছু রান যোগ করেন। ১২ রানে আউট হন ডুয়ান্নে ওলিভার। আর ৩৮ রানে অপরাজিত থাকেন সিমোন হার্মার।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। এছাড়া মেহেদি হাসান মিরাজ তিনটি এবং ইবাদত হোসেন দুটি করে উইকেট পেয়েছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank