শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডমিঙ্গোর ব্যর্থতার পাল্লাই ভারী : মাশরাফী

১৮:০৬, ১৭ মার্চ ২০২২

৪৫৯

ডমিঙ্গোর ব্যর্থতার পাল্লাই ভারী : মাশরাফী

২০২০ সালে বাংলেদেশ ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার পর আর জাতীয় দলে দেখা যায়নি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ট্র অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে।  দলে ফেরার পরিকল্পনা আপাতত নেই তার। বলা যায়, জাতীয় দল থেকে অনেকটা দূরে তিনি। ঘরোয়া লিগে নিয়মিতই খেলে যাচ্ছেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন মিনিস্টার ঢাকার হয়ে। ৪ ম্যাচে ৪টি উইকেট নিলেও চোটের কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি।

বিপিএল শেষ করে গত মাসে ভারতে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। বলা হচ্ছিল, আবারও অস্ত্রোপচার করানো হবে। যদিও শেষপর্যন্ত অস্ত্রোপচার করাননি তিনি। চিকিৎসা নিয়েই দেশে ফিরেছেন, খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)।

বৃহস্পতিবার (১৭ মার্চ)  সকালে মিরপুরের একাডেমিক মাঠে অনুশীলন করেন মাশরাফী। লম্বা সময় ধরে করেন অনুশীলন। কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও।

অনুশীলন শেষে ডমিঙ্গোর প্রসঙ্গ উঠলে মাশরাফী বলেন, ‘সে (ডমিঙ্গো) কী কাজ করেছে, সেটা তো আমি জানি না। দল যখন সফল হবে অবশ্যই সেটা তার কৃতিত্ব। এটা খুব স্বাভাবিক ইস্যু। আমি তার সঙ্গে কাজ করিনি। তবে যত ম্যাচ আমরা হেরেছি সেই দায়টাও তাকে নিতে হবে। আমরা অনেক ম্যাচ এখানে (শেরেবাংলায়) হেরেছি, যেগুলো হারার কথা ছিল না। নিউজিল্যান্ডে যেটা জিতেছি, সেটা আমাদের জেতার কথা ছিল না। এরকমও আছে।’

মাশরাফী আরো বলেন, ‘দেখা যাক সামনে কতদূর থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, ব্যর্থতার পাল্লাটা ওর বেশি ভারি। কারণ বাংলাদেশ দল ওই সময়ের মধ্যে নেই যে পরীক্ষা-নিরীক্ষা করবে। এখন বাংলাদেশের যারা দর্শক আছে, তারা সফলতা চায়। আপনারা ও ক্রিকেট বোর্ড সফলতা চায়। সেখানে নতুন কোচ এসে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা এটা না। বাংলাদেশ ক্রিকেটের এখন পারফরম্যান্স করার সময়। ওয়ানডে ক্রিকেটে কিন্তু সব মিলিয়ে ৬-৭ বছর ভালো পারফর্ম করে আসছে। অন্য ফরম্যাটগুলোতেও কিন্তু একই অবস্থা। আমরা ঘরের মাঠে যেসব ম্যাচ হেরেছি, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আফগানিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ অনেক কিছুই আছে। আমি মনে করি এখন পর্যন্ত ওর পারফরম্যান্স খারাপের দিকেই বেশি। দেখা যাক দক্ষিণ আফ্রিকায় যদি অসাধারণ কিছু করে আসে, ওর সংস্কৃতি, ও পরিবেশ জানে, উইকেট সম্পর্কে ভালো ধারণা। আশা করছি ও একটা বড় ভূমিকা পালন করবে। সেটা করতে পারলে খুবই ভালো হবে।’

ডমিঙ্গোর বিরুদ্ধে ক্রিকেটারদের অভিযোগ মাশরাফী বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তাকে নিয়ে খেলোয়াড়দের অভিযোগ আছে। প্রথম যে বিষয়, সেটা হচ্ছে আপনার ড্রেসিংরুমে খুশি থাকা। সেটা যদি থেকে থাকে তাহলে ভালো। আমার কাছে সেটা (ড্রেসিংরুম খুশি) মনে হয়নি। এজন্য খোলা মনে বললাম এটা। রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ ক্রিকেটে সাফল্যের পাল্লা বেশি ভারি নয়। যেটা স্টিভ রোডস বাদ যাওয়ার পরও তার ছিল। একেক কোচের কাছে একেক রকম। বিসিবি যদি তাকে নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে খুব ভালো। এটা বিসিবির সিদ্ধান্ত।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank